কপি রাইট ইস্যু
সাজসজ্জা একটি গেস্ট পোস্ট ভিত্তিক ওয়েব পোর্টাল। প্রকাশিত কোন প্রকার কনটেন্টের কপিরাইট sajsojja.com বহন করে না। প্রকাশিত আর্টিকেলের স্বত্ত লেখকের নিজস্ব দায়ভার । আপনার কোন কনটেন্টের কপিরাইট ক্লেইম থাকলে আমাদের মেইল করে জানাতে পারেন । মেইল এড্রেস – info@sajsojja.com । আমরা তদন্ত সাপেক্ষে উক্ত লেখকের কন্টেন্ট মুছে ফেলা সহ, তাকে আমাদের ওয়েব পোর্টাল থেকে ব্যান করব।
আমরা ( sajsojja ) যে কোন ব্যক্তি/সংস্থা/গোষ্ঠীর, মেধাস্বত্ত/সর্বস্বত্ত এর প্রতি শ্রধাশীল। এখানে প্রকাশিত প্রতিটি কনটেন্টের সার্বিক স্বত্ব উক্ত কন্টেন্ট প্রকাশক বহন করে। কোন ভাবেই আমরা ( sajsojja ) কোন ব্যক্তি/সংস্থা/গোষ্ঠীর, মেধাস্বত্ত/সর্বস্বত্ত ভঙ্গের জন্য দায়ী নই। উক্ত স্বত্তের দায়ভার লেখক, একমাত্র লেখক নিজে বহন করেন।