লালচে চুল কালো করার ১২টি পরামর্শ

sajsojja.com
অনেকের জন্মগতভাবেই চুল লালচে হয়। অনেকের আবার অযত্নে অবহেলায় বা ধুলাবালিতে চুল লালচে বর্ণ ধারণ করে। ঘন কালো উজ্জ্বলতা একবার হারিয়ে ফেললে সহজে তা ফিরে পাওয়া কঠিন। তবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আসুন জেনে নেয়া যাক বিবর্ণ লালচে চুলকে কালো করার উপায়।

১. নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে।
২.একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে।
৩. প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল।
৪. শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে।
৫. খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়।
৬. চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে।
৭. চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন।
৮. আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন।
৯. এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়।
১০. বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন।

১১. পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।

১২. চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।