জেনে নিন চুল পরিষ্কার করতে বেকিং সোডার ব্যবহার

sajsojja

চুল যে সৌন্দর্যের অন্যতম অংশ তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চুলের যত্ন নিতে পারেন না সঠিক সময়ের অভাবে কিংবা অলসতার কারণেও অনেকে চুলের যত্ন করেন না। আর এই ভাবেই দেখা দেয় চুলের সমস্যা, চুল হয়ে যায় শুষ্ক ও অনুজ্জ্বল। তাছাড়া শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক এবং চুলের স্টাইল করার বিভিন্ন পণ্য যাতে থাকে অনেক ধরণের কেমিক্যাল থাকে, সেগুলো চুলের অনেক ক্ষতি করে থাকে। তাই সময় থাকতে অবশ্যই এই ধরণের পণ্য ব্যবহার করা বাদ দিতে হবে। না হয় এইসব পণ্য চুলকে শুষ্ক করে তুলবে, খুশকি দেখা দেবে, মাথা চুলকানি, চুল পড়া ইত্যাদি আরও নানা ধরণের সমস্যা শুরু হতে পারে।

তাই ঘরোয়া ভাবে চুল পরিষ্কার রাখতে আপনি ব্যবহার করতে পারেন বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে চুল পরিষ্কার? হ্যাঁ, সেটা সম্ভব বৈকি! বরং আপনার পছন্দের যে কোন শ্যাম্পু থেকে ভালো চুল পরিষ্কার করবে বেকিং সোডা। যা বাইরের অতিরিক্ত কেমিক্যালযুক্ত পণ্যের ক্ষতিকর প্রভাব হতে চুল রক্ষা করতে সাহায্য করবে।

যেভাবে বেকিং সোডা দিয়ে চুল পরিষ্কার করবেন

১। একটি কাপে অর্ধেক বেকিং সোডা নিয়ে নিন

২। হাফ কাপ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন

৩। সব শেষে হালকা কুসুম গরম পানি মিশিয়ে পেস্ট করে নিন

৪। ধীরে ধীরে চুলে ও চুলের গোড়ায় এই পেস্টটি ম্যাসেজ করুন

৫। এটি চুলে ব্যবহার করার সময় একটু গন্ধ লাগতে পারে, কিন্তু চুল ধুয়ে ফেলার পর এই গন্ধ আর থাকবে না

৬। সাপ্তাহিক শ্যাম্পু হিসেবে এই পদ্ধতিটি আপনি ব্যবহার করতে পারেন এতেকরে চুল সুন্দর ও ভালো থাকবে
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।