নার্গিসি কোফতা কারী

nargisi-kophata-Curry sajsউপকরনঃ 
– কীমা ১ কাপ
– বুটের ডাল ১/৪কাপ( আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা )
– কাবাব মাসালা ১ চা চামচ
– মরিচ গুড়া ১/২ চা চামচ
– কাঁচা মরিচ ১-২ টি
– ধনে-জীরা গুড়া ১/২চা চামচ
– লবন সাদ মতো
– পিয়াজ বাটা ১ টেবিল চামচ
– আদা বাটা ১/২ চা চামচ
– রসুন বাটা ১/২ চা চামচ
– ডিম ১ টা (কীমাটে দেয়ার জন্য)
– ডিম সেদ্ধ ৩ টি
– তেল ভাজার জন্য

গ্রেভির জন্য :

– পিয়াজ বাটা ১ কাপ
– আদা বাটা ১/২ চা চামচ
– রসুন বাটা ১/২ চা চামচ
– এলাচ ২-৩ টা
– দাল্চিনি ১ টি
– গোলমরিচ ৫-৬ টি
– লবন সাদ মত
– বাদাম বাটা ১ চা চামচ
– মরিচ গুড়া ১/২ চা চামচ
– জিরা ধনে গুড়া ১/২ চা চামচ
– টক দই ১/২ কাপ
– চিনি সামান্য
প্রণালিঃ

ডিম বাদে কিমা ও ডালের সাথে সব উপকরণ দিয়ে শুকনা শুকনা করে সেদ্ধ করে বেটে নিতে হবে.একটি কাঁচা ডিম বাটা কিমাতে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে । এবার সেদ্ধ ডিম গুলোকে বাটা কিমা দিয়ে মুড়িয়ে ডুবো তেলে হালকা আচে ভেজে তুলে রাখতে হবে.ঠাণ্ডা হলে কেটে দুই ভাগ করে নিটে হবে ।

অন্য একটি প্যানে প্রয়োজন মত তেল গরম করে এলাচ,দারুচিনি ,গোলমরিচ দিয়ে একে একে বাটা মশলা ও গুড়া মশলা লবন দিয়ে কশিয়ে একটু পানি দিয়ে ঢেকে কিসুক্ষন রান্না করতে হবে । এরপর চিনি ও টক দই দিয়ে আরও কিসুক্ষন রান্না করে ডিমের কোফতা গুলো দিয়ে অল্প আচে রান্না করে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেল নার্গিসি কোফতা কারি।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।