ঠোঁট বুঝে দিন লিপ মেকআপ

sajsojja

মেকআপ হাইলাইটিংয়ের একটা বড় জায়গা জুড়ে আছে লিপ মেকআপ। ঠোঁট হয়ে উঠতে পারে ক্রিয়েটিভ ক্যানভাস, যদি একটু ধৈর্য ধরে ব্যবহার করা যায় লিপলাইনার, লিপস্টিক আর লিপগ্লস। ঠোঁটের সাজে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, আর তা হলো ঠোঁটের আকার ও ধরন। এটা বুঝতে পারলে সহজ হয়ে যায় লিপ মেকআপের ব্যবহার। জেনে নিন কিছু টিপস।

পাতলা ঠোঁট

১) পাতলা ঠোঁট ভরাট দেখাতে হলে লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন মার্ক করুন একটু বাইরে থেকে।
২) লিপস্টিক লাগানোর সময় খেয়াল রাখবেন ব্রাশ স্ট্রোক যেন আউটলাইন থেকে বেরিয়ে না পড়ে।
৩) লিপগ্লস লাগাতে ভুলবেন।

মোটা ঠোঁট

১) ফাউন্ডেশন এবং কনসিলারের সাহায্যে ঠোঁটের আউটলাইন মুখের ত্বকের সাথে ব্লেন্ড করে দিন।
২) লিপলাইনের রেখা টানুন ঠোঁটের ভেতরের দিক দিয়ে। এতে ঠোঁট পাতলা দেখাবে।
৩) গ্লসি লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁট আর অতটা মোটা দেখাবে না।

অসমান ঠোঁট

১) যদি উপরের ঠোঁট নিচের ঠোঁটের তুলনায় পাতলা হয়, উপরের ঠোঁটে লিপলাইনারের সাহায্যে একটু বাইরের থেকে আউটলাইন করুন।
২) উপরের ঠোঁটের মাঝখানের ‘ভি’ শেপের জায়গায় একটু গাঢ় করে রেখা টানুন।
৩) উপরের ঠোঁটে গাঢ় করে লিপস্টিক লাগান।
৪) গাঢ় শেডের ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো।

 

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।