গলায় ছোপ ছোপ দাগ থেকে মুক্তির উপায়

sajsojja
পার্টিতে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করতে কে না চায় ? আজকাল তাই মেয়েরা ব্লাউজের কাটিং এ পরিবর্তন এনে নিজেকে অন্য রূপে সাজিয়ে তুলছেন । এখনকার ট্রেন্ড হচ্ছে বড় গলার ব্লাউজের সাথে শাড়ী এবং একটি গর্জিয়াস খোঁপা ! কিন্তু এই ট্রেন্ড মানতে গিয়ে অনেকেই গলায় থাকা ছোপ ছোপ দাগের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন । এমনকি গোসলের সময় ভালমতো ঘষেও এই দাগ থেকে মুক্তি পাওয়া যায় না । এই সমস্যার জন্য আপনার পার্টির সাজ নষ্ট হওয়ার ভয় মন থেকে ঝেড়ে ফেলে নিচের রেসিপি অনুযায়ী পেস্ট বানিয়ে নিয়মিত গলায় লাগিয়ে রাখুন । আপনার গলার ছোপ ছোপ দাগ ধীরে ধীরে কমে যাবে ।

রেসিপি :

১ চা  চামচ ঔষধমিশ্রিত উপতান (ঔষধের দোকানে পাওয়া যায় )

১ চা চামচ হলুদ গুঁড়ো

অল্প পরিমান গোঁটা করে ভাঙা এলাচি

১ টেবিল চামচ এলাচি গুঁড়ো

জিরা ভাঙা

ভিটামিন সি ট্যাবলেট ১ টি ( ভেঙে নিতে হবে )

ভিটামিন ই ক্যাপসুল ১ টি ( ভেঙে নিতে হবে )

দেশি ঘি ( পরিমান মত )

ব্যবহার প্রণালি :

প্রথমে সব উপকরন এক সাথে মিশিয়ে পেস্ট বানান  ।  এরপর ব্রাশ দিয়ে গলায় ভালো করে লাগিয়ে নিন । ৪০ মিনিট পর শুকিয়ে এলে, গোলাপ জল দিয়ে আস্তে আস্তে তুলে ফেলুন । এই পেস্ট দিনে ২ বার করে গলায় এবং ঘাড়ের অংশে নিয়মিত লাগাতে হবে ।

টিপস :

  • প্রতিদিন ২ বার করে ১ টেবিল চামচ ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ পান করুন ।
  •  প্রচুর পানি খান ।
  •  ঔষধের দোকানে উপতান পাওয়া না গেলে ১ কাপ বেসন, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ বাদাম তেল বা নারিকেল তেল মিশিয়ে উপতান বানিয়ে ফেলুন ।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।