গরমে কিভাবে মেকআপ করবেন!

sajsojja
গরমে মেকআপ করা স্বাভাবিকভাবেই একটু ঝামেলার ব্যাপার। ঘামে মেকআপ গলে মুখে লেপটে যায়। যেটা অনেকসময় বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। তাই বলে কি আর গরমে না সাজলে চলবে?চলুন দেখেনি কিভাবে করেন গরমে মেকআপঃ

* গরমের সকালের মেকআপে ফাউন্ডেশন না লাগিয়ে টিন্টেড ময়েশ্চারাইজার বা ইলিউমিনেটিং লোশণ ব্যাবহার করুন।
* রোদে বের হওয়ার আগে সানস্ক্রিনের সঙ্গে কয়েক ফোঁটা ফাউন্ডেশন মিশিয়ে মুখে লাগাতে পারেন। তবে স্পঞ্জ দিয়ে মুখে ভালভাবে ব্লেন্ড করে নিতে হবে।
* রাতে চোখের মেকাপে আইশ্যাডোর জন্য বেছে নিন পেস্ট, গোলাপি, ময়ূর নীল, সফট পিচের মত শেড যা উজ্জল কিন্তু আরামদায়ক।
* দিনের বেলায় লিপ্টিকের বদলে ঠোঁটে লাগাতে পারেন টিন্টেড লিপগ্লস, যা হলকা মেকাপের জন্য আদর্শ।
* বর্ষার গরমেও ব্যাবহার করুন ওয়াটার প্রুফ মাশকারা। তাহলে লেপটে যাওয়ার আশঙ্কা থাকবে না।
* আইলাইনার পেন্সিল কেনার সময় ওয়াক্স কনটেন্ট দেখে নিন। ওয়াক্স কনটেন্ট বেশি হলে আইলাইনার লেপটে যায় না।
* মেকআপ করার আগে এবং তোলার পর মুখে বরফ টুকরা ম্যাসাজ করতে ভুলবেন না।

গরমের কসমেটিক্সঃ

* অয়েল ফ্রি কসমেটিক্স ব্যাবহার করুন।
* দ্রুত গলে যায় বলে ক্রিম বেসড মেকআপ ব্যাবহার কম করুন।
* পাউডার বেসড মেকআপ বেশিক্ষন টিকে থাকে। সুতরাং এটি ব্যাবহার করতে পারেন।
* ত্বক খুব বেশি তৈলাক্ত হলে অয়েল কন্ট্রোল লোশন বা জেল ব্যাবহার করুন।

গরমে যা যা ব্যাগে রাখবেনইঃ

* ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন।
* রোধে বেরুনোর আধাঘন্ট আগে সানস্ক্রিন ব্যাবহার করুন।
* সানগ্লাস ও ছাতা অবশ্যই নিবেন। কার এটি আপনার চোখ ও শরির দুটোরই যত্ন নিবে।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।