চিলি সস

সাজসজ্জা
ঘরেই তৈরি করুন চিলি সস। আসুন জেনে নেই কিভাবে করবেন চিলি সস।

উপকরণ :

  • শুকনা মরিচ ১০০ গ্রাম
  • সিরকা ৪ কাপ
  • চিনি ১ কাপ
  • লবণ ১ চা চামচ
  • বিটলবণ আধা চা চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • সোডিয়াম বেনজয়েট আধা চা চামচ
  • টেস্টিং সল্ট আধা চা চামচ

যেভাবে তৈরি করবেনঃ
মরিচ বোঁটা ফেলে কাপড়ে মুছে ১ কাপ সিরকায় ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। মরিচ আধাবাটা করে আরো ১ কাপ সিরকা দিয়ে চালনিতে চেলে শুধু বিচি আর খোসা নিন।

সসপ্যানে কর্ন আর সোডিয়াম ছাড়া সব উপকরণ দিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে ৩-৪ মিনিট পর সিরকায় কর্ন গুলে সসে দিয়ে ঘন ঘন নাড়ুন।

সস ঘন হলে নামিয়ে ১ টেবিল চামচ সিরকায় সোডিয়াম গুলে সসে ভালো করে মিশিয়ে ঠাণ্ডা করে কাচের বোতলে সংরক্ষণ করুন।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।