হাতের নখের হলদে ভাব দূর করুন বেকিং সোডা ও লেবু দিয়ে

সাজসজ্জা
সুন্দর স্বাস্থ্যবান হাতের নখ আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব এর উপর ভীষণ প্রভাব ফেলে। নিজেকে আরও একটু আকর্ষণীয় ও ফ্যাশানেবল দেখাতে অনেকেই নিজেদের হাতের নখ বড় রাখেন। কিন্তু আপনার হাতের নখ যদি হলদেটে রঙের হয় তাহলে সেটি আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই হাতের নখ বড় রাখার সাথে সাথে সেটিকে স্বাস্থ্যবান ও পরিষ্কার রাখাও জরুরী। যদি আপনার নখের রং হলদেটে হয়ে যায় আর আপনি সেই হলদে রং সারাতে অপারগ হন তাহলে আপনার চিন্তা কমাতে আজকের এই লেখাটি।

আসুন দেখে নি কিভাবে বেকিং সোডা আর লেবু দিয়ে আপনার নখের হলদে রং সাড়িয়ে তুলবেন।

যা করবেন

  • ২ টেবিল চামচ বেকিং পাউডারের সাথে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মিহি পেস্ট বানান।
  • এবার এই পেস্ট আপনার হলুদ হয়ে যাওয়া হাতের নখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন।
  • এরপর উষ্ণ গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
  • এভাবে কয়েকবার এই পেস্ট ব্যবহার করলে আপনার হাতের নখের হলদে ভাব কেটে যাবে।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।