সৌন্দর্য চর্চায় কফি ফেসিয়াল

কফি ফেসিয়াল
কফি ফেসিয়াল নামের সাথে অনেকেই পরিচিত না থাকলেও সৌন্দর্যপ্রেমীদের কাছে অপরিচিত নাম নয়। আর কফি ফেসিয়ালের সমস্ত উপকরণই বাড়িতে মজুত থাকে। আপনি চাইলেই ঘরে বসে নিজেই করে নিতে পারবেন। মাসে ২বার ফেসিয়াল করতে পারলেই বাড়তি গ্লো চলে আসবে আপনার চেহারায়।

কফি ফেসিয়াল বানাতে যা যা প্রয়োজন-
এক টেবিল চামচ কফির গুঁড়ো, এক চা চামচ লবন, ব্রাউন সুগার ও মধু এক চা চামচ, ও ডিমের সাদা অংশ এক চামচ পরিমান।

যেভাবে তৈরি করবেন –
প্রথমে একটা পাত্রে সমস্ত উপকরণ নিয়ে ভালো করে মেশান। ডিম ফেটিয়ে দিন উপর থেকে। তারপর আরও একটু কফি দিন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে ততক্ষণ মেশাতে থাকুন।

যেভাবে লাগাবেন
এবার চুলে হেয়ার ব্যান্ড লাগিয়ে বা বেঁধে পুরো কফিপ্যাকটা মুখে ও গলায় লাগান। বে-খেয়ালে চোখে বা মুখের ভিতর যেন ঢুকে না যায়। সেদিকে খেয়াল রাখবেন। মিনিট দশেক রাখুন। ততক্ষণে প্যাকটি অনেকটাই শুকিয়ে যাবে। তারপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে নিলেই ফেসিয়াল শেষ।

উপকারিতা –
চোখের নিচে বা মুখে যদি ফোলা ফোলা ভাব থাকে, তাহলে কফি ফেসিয়াল নিয়মিত ব্যবহারে অনেক কমে যাবে। এছাড়াও শুষ্ক ত্বক থেকে ডেডস্কিন তুলে ত্বককে চকচকে রাখতেও কফি ফেসিয়াল ভীষণ উপকারি।
কফি ফেসিয়ালে মুখের ত্বক টানটান থাকে, ফলে সহজে পড়ে না বলিরেখা।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।