ফেসিয়াল করার পরেও ত্বক নির্জীব হলে যা করবেন

ফেসিয়াল
সুন্দর থাকতে আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকি। ফেসিয়ালের কারণে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ত্বকের ভিতর থেকে ময়লা দূর হয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস পরিষ্কার হয়ে থাকে। কিন্তু কিছুদিন চলে যাওয়ার পরেই আগের মতো ত্বক হয়ে যায় তৈলাক্ত, দেখা দেয় ব্রনের উপদ্রব ইত্যাদি সহ নানা সমস্যা। তাই ফেসিয়াল করার পরেও কী করে ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ঠিক রাখবেন জেনে রাখুন প্রয়োজনীয় টিপস।

যা করবেন –

১। সপ্তাহে ২/৩ দিন ফেশিয়াল স্ক্রাবার ব্যবহার করুন।

২। ওটের সাথে সাদা ডিমের অংশ ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর হাত ভিজে হাতে ঘষে ধুয়ে ফেলুন।

৩। গোলাপ জ্বল, লেবুর রস মুলতানি মাটির সাথে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

৪। একইভাবে মধু, লেবুর রস, ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়েও মুখে লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এভাবে প্রতিদিন ত্বকের যত্ন নিলে দেখবেন ফেসিয়ালের পরেও ত্বকের স্বাস্থ্যও ভালো থাকবে এবং উজ্জ্বলতা থাকবে অটুট। সুন্দর ত্বকের জন্য সবচেয়ে বেশি জরুরি হল পানি, তাই সুস্থ থাকতে ও ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে প্রতিদিন ৭/৮ গ্লাস পানি খেতে ভুলবেন না।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।