রেশমি ও ঘন চুল পাওয়ার সহজ উপায়

সাজ সজ্জা
জবা ফুল দেখেন নি এমন মানুষ পাওয়া দুষ্কর। ফুলটি দেখতে খুব সুন্দর। কারো ফুলের বাগান থাকলে সেখানে জবার একটা গাছ থাকেই। তাই এটা সহজপ্রাপ্য একটি ফুল। বলতে চাইছি রেশমি চুলের কথা, কিন্তু চুলের মধ্যে জবা ফুল কোথা থেকে এলো? নিয়ে আসলাম না হয় একটু কারণ এই জবা ফুল আপনাকে এনে দিতে পারে চোখ ধাঁধানো রেশমি ও ঘন চল। বেশ আনন্দের কথা তাই না? সুন্দর ফুলের প্রাকৃতিক পরিচর্যা। উপকার না হয়ে যায় কোথায়!
যা লাগবেঃ
১০ টি বা এর বেশী জবা ফুল
নারিকেল তেল বা পছন্দমতো তেল

যা করতে হবেঃ
ফুলগুলো হামানদিস্তায় পিষে নিন। এরপর এতে যোগ করুন তেল। মিশ্রণটি মাথার চামড়া থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ থেকে ৩০ মিনিট ধরে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। এরপর যেকোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। হারবাল শ্যাম্পু হলে ভালো হয়, যদি আপনার চুলে স্যুট করে। এভাবে সপ্তাহে দুইদিন করলে এক মাসের ভিতরেই চুলে আসবে অসাধারণ উজ্জ্বলতা। এমনকি কারো চুল যদি সব সময় নির্জীব বা অনুজ্জ্বল থাকে তাহলেও এই মিশ্রণ ব্যবহারের ফলে চুল হবে রেশমি ও ঘন।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।