ঘরোয়া পদ্ধতিতে নাকের ত্বকের দাগ দূর

নাকের ত্বকের দাগ দূর
নাকের দুপাশে কালচে থেকে মুক্তি পেতে-
এক চামচ মুলতানি মাটি, ৪ থেকে ৫ টা লবঙ্গ গুড়া গোলাপ জলে মিশিয়ে নাকের চারপাশে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
*নাকের উপর থেকে কালচে ভাব দূর করতে-
টকদই, মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন।
*অতিরিক্ত শুষ্ক ত্বকের নাকের উপরে এবং দুপাশে আলগা মরা চামড়া দেখা দিলে-
কমলালেবুর খোসাগুঁড়ো, আমন্ড পাউডার ও ওটের ভুসি দুধের সাথে মিশিয়ে লাগিয়ে নিন ত্বকে। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।
*নাকের চারপাশের ত্বক শুষ্ক হয়ে গেলে-
আমন্ড অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ২ থেকে ৩ বার ম্যাসেজ করুন।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।