আপেল সাইডার ভিনেগারে রূপচর্চা

আপেল সাইডার ভিনেগারে রূপচর্চা
*মুখে ব্রন হলে সেখানে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে দিন। কারণ এই ভিনেগারের এসিডিক উপাদান ব্রনকে শুষ্ক করে ফেলে এবং দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে।

*খুশকি রোধ করতে আপেল সাইডার ভিনেগার খুব ভালো। এটি ব্যবহারের মাধ্যমে চুল ও স্কাল্প উভয়ই পরিষ্কার হয় খুশকির সমস্যাও সমাধান হয়। খুশকি তাড়াতে এই ভিনেগার স্কাল্পে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন।

*অনেকেরই মুখে দুর্গন্ধ হয়ে থাকে যা মাঝে মাঝে খুব অপ্রীতিকর অবস্থায় ফেলে দেয়। তাই মুখের দুর্গন্ধ রোধ করতে-

১ গ্লাস পানির সাথে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এই ভিনেগারের অ্যান্টিসেপটিক উপাদান মুখে দুর্গন্ধ হওয়ার ব্যাকটেরিয়া রোধ করে এবং মুখের ভেতরটা ফ্রেশ রাখেন।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।