স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুল পেতে মধু-ডিমের দারুণ কার্যকরী ডিপ কন্ডিশনার

 ডিপ কন্ডিশনার
একেবারেই রুক্ষ হয়ে গিয়েছে চুল? অথবা চুল পড়া শুরু করেছে মারাত্মকভাবে? কিংবা চুলের আগা ফেটে দু-চার ভাগ? চুলে পুষ্টি ও প্রোটিনের অভাবেই আপনার চুলের এই খারাপ অবস্থা। এই সমস্যা সমাধানে অনেকেই দৌড়বেন পার্লারে। সেখানে ব্যবহার করা হবে কেমিক্যালের নানা হেয়ার প্যাক ও প্রোটিন। ফলে চুলের অবস্থা হবে আরও খারাপ। এর চাইতে ঘরেই মাত্র ৩ টি উপাদানে তৈরি করে ফেলুন চুলের জন্য রাদুন কার্যকরী ‘ডিপ কন্ডিশনার’ এবং চুলের জন্য করুন ‘ডিপ কন্ডিশনার ট্রিটমেন্ট’ খুব সহজেই। জেনে নিন খুব সহজ পদ্ধতিটি।

যা যা লাগবেঃ

  • – ১ টেবিল চামচ মধু (মধু হচ্ছে প্রাকৃতিক ক্লিনজার। যা মাথার ত্বকের নানা সমস্যা খুশকি, চুলকোনি দূর করে এবং মাথার ত্বককে ময়েসচার করে)
  • – ২ টি ডিম (ডিমে রয়েছে ভিটামিন এ, ই, বি, ডি যা চুলের ফলিকলের গঠনে সহায়তা করে। ডিমের ফ্যাটি অ্যাসিড চুলের গোঁড়া মজবুত করে ও চুল পড়া প্রতিরোধ করে)
  • – ২ টেবিল চামচ অলিভ অয়েল (অলিভ অয়েলের ভিটামিন ই প্রাকৃতিক ময়েসচারাইজার হিসেবে কাজ করে এবং শুষ্কতা ও রুক্ষতা দূর করে)

পদ্ধতি ও ব্যবহারঃ

  • – প্রথমে একটি বাটিতে মধু ও অলিভ অয়েল নিয়ে তা ভালো করে মিশিয়ে নিন।
  • – এরপর একটি ফুটন্ত পানির পাত্রের উপরে বাটিটি রেখে মধু ও অলিভ অয়েলের মিশ্রণটি গরম করে নিন। ওভেনপ্রুফ বাটি ব্যবহার করে অভেনেও গরম করে নিতে পারেন।
  • – কুসুম গরম থাকতে এতে ১ টি করে ডিম দিন এবং কাটা চামচ দিয়ে ভালো করে মেশাতে থাকুন। খুব ভালো করে ২ টি ডিমই মিশিয়ে ফেলুন।
  • – এরপর চুলকে ৪ ভাগে ভাগ করে নিন এবং ভালো করে মাথার ত্বকে ঘষে ঘষে এই মিশ্রণটি লাগান।
  • – ৩০ মিনিট লাগিয়ে রেখে দিন। ৩০ মিনিট পর একটি চিরুনি দিয়ে চুল আলতো করে আঁচড়ে নেয়ার চেষ্টা করুন।
  • – এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুব ভালো করে চুল ধোবেন যাতে মিশ্রণটি চুলে ও মাথার ত্বকে না লেগে থাকে। ব্যস, হয়ে গেল চুলের ডিপ কন্ডিশন ট্রিটমেন্ট।

মনে রাখবেনঃ

১) চুলের ঘনত্ব এবং লম্বা অনুযায়ী উপকরণ কম বেশি হতে পারে।
২) যদি ৩ টি উপকরণের কোনোটিতে আপনার অ্যালার্জি থাকে তাহলে অন্য কোনো প্রাকৃতিক উপাদান দিয়ে তা পরিবর্তন করে নিন।

সূত্রঃ হেলথ ডাইজেস্ট
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।