মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেটপুজো

মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেটপুজো
সরষে ইলিশ, ইলিশ মাছ ভাজা তো অনেকই খেলেন। একটু ভিন্ন স্বাদেও রেঁধে দেখুন ইলিশ। তাই আজ দেখবেন ইলিশ কোরমার রেসিপি।

উপকরণঃ

  • ৮ টুকরা ইলিশ মাছ
  •  ৩-৪ কাপ কুচি করা পেঁয়াজ
  •  ১ চা-চামচ রসুন পেস্ট
  •  ১ চা–চামচ আদা বাটা
  •  আধা চা-চামচ জিরা পাউডার
  •  ১ চা-চামচ টক দই
  •  ২-৩ টেবিল চামচ পানি
  •  ৪-৫টা আস্ত থেঁতলে নেওয়া রসুন
  •  ১ চিমটি এলাচ গুঁড়া
  •  আধা কাপ জলপাই
  •  ৫-৬টা কাঁচা মরিচ (মাঝে কেটে নিতে হবে)
  •  সাজানোর জন্য ধনেপাতা
  •  দেড় চা-চামচ লবণ।

প্রণালিঃ

  • ১ চা-চামচ লবণ দিয়ে ইলিশ মাছের টুকরাগুলোকে ১৫-২০ মিনিট মাখিয়ে রাখতে হবে
  •  এর সঙ্গে যোগ করুন কিছুটা রসুনবাটা ও কাটা পেঁয়াজ
  •  খেয়াল রাখবেন যেন টুকরাগুলোর দুই পাশেই মসলা ভালোভাবে লাগে
  •  একটি গরম প্যানে তেলের মধ্যে কাটা পেঁয়াজ ১০ মিনিট ধরে অল্প আঁচে ভাজুন
  •  এরপর এতে বাকি সব মসলা, পানি ও আধা চা-চামচ লবণ যোগ করুন
  •  ৫ মিনিট মধ্যম আঁচে রান্না করুন
  •  এবার মাছের টুকরাগুলো একটি একটি করে প্যানে দিয়ে দিন
  •  প্রতিটি পাশ ৭ মিনিট ধরে মোট ১৪ মিনিট মধ্যম থেকে অল্প আঁচে রান্না করতে হবে
  •  এ সময় প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
  •  তেল ওপরে উঠে এলে নামিয়ে ফেলুন
  •  কাঁচা মরিচ ও ধনে পাতা দিয়ে পরিবেশন করুন। 
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।