ফল বা সবজি থেকে কীটনাশক দূর করার উপায় জেনে নিন

ফল বা সবজি থেকে কীটনাশক দূর করার উপায়ফল বা সবজি উৎপাদনে কীটনাশক ব্যবহার করা হয় তা আমরা সকলেই জানি। কিন্তু আমরা যখন বাজার থেকে সবজি ও ফল কিনে আনি তারপর তা শতবার পানিতে ধুলেও ফল ও সবজির গায়ে লেগে থাকা কীটনাশক দূর হয় না। যতোই স্বাস্থ্যকর ফল ও সবজি হোক না কেন কীটনাশক সমৃদ্ধ এই ফল আমাদের জন্য বিষের মতো। তবে ভয়ের কিছু নেই খুব সহজ একটি সমাধান রয়েছে ফল ও সবজি থেকে এই কীটনাশক দূর করার। জানতে চান সমাধানটি?

বাজার থেকে সবজি ও ফল কিনে আনার পর ভালো করে ধোয়া অবশ্যই জরুরী। কিন্তু এর আগে একটি কাজ করে নিন। ১ বাটি ঠাণ্ডা পানিতে কয়েক টেবিল চামচ বেকিং সোডা গুলে নিন। এরপর এই বেকিং সোডা মেশানো পানিতে ফল ও সবজি ডুবিয়ে রাখুন ৫-১০ মিনিট। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এতেই আপনার পছন্দের ফল ও সবজি হবে কীটনাশক মুক্ত।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।