মাত্র ৫ মিনিটেই জলপরীদের চুলের সাজে নিজেকে সাজান! (পদ্ধতি ও ভিডিও)

জলপরীদের চুলের সাজে নিজেকে সাজানসত্যি বলতে কি, পাঁচ মিনিটেরও কম সময় লাগবে এই হেয়ার স্টাইলটি করতে। কোন বাড়তি ঝামেলা বা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, কেবল সাধারণ বেণী করতে জানলেই চলবে। বলাই বাহুল্য যে এই হেয়ার স্টাইলটি আমাদের দেশের কোন পার্লারে করাতে পারবেন না আপনি। তাই একদম ভিন্ন লুকে নিজেকে সাজাতে নিজেই শিখে নিন খুব সহজ এই হেয়ার স্টাইল।

চমৎকার এই বেণীকে বলা হয় “হাফ মারমেইড” বেণী। অর্থাৎ কল্পনার সেই জলপরীদের চুলের সাজ। চলুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি ও দেখে নিই একটি ছোট্ট ভিডিও।

যা লাগবে

চিরুনী
হেয়ার স্প্রে
রাবার ব্যান্ড

যেভাবে করবেন

-চুল ভালো করে আঁচড়ে নিন। যাদের কোঁকড়া চুল তাঁরা সোজা করেও নিতে পারেন।
-এবার চুলের মাঝ বরাবড় সিঁথি করে নিন।
-এবার কানের দুপাশ থেকে অল্প করে ৩ গোছা চুল নিন। এক পাশ থেকে এক গোছা, অন্য পাশ থেকে দুই গোছা। যতটা সম্ভব কম চুল নেবেন।
-এবার এই ৩ গোছা চুল দিয়ে বেণী করতে শুরু করুন। একটু করে বেণী করবেন আর কানের দুপাশ থেকে অল্প করে চুল নিয়ে যোগ করবেন। ঠিক যেভাবে ফ্রেঞ্চ বেণী করা হয়।
-এভাবে কিছুদূর বেণী করার পর সাধারণ ভাবেই বাকি বেণীটা করে নিন।
-নিচে লাগিয়ে দেন রাবার ব্যান্ড। ব্যাস, তৈরি আপনার দারুণ হেয়ার স্টাইল।

বিস্তারিত দেখা নিন এই ভিডিওতে।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।