ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৫টি আয়ুর্বেদিক ফেইসপ্যাকে!

আয়ুর্বেদিক ফেইসপ্যাকরূপচর্চার ক্ষেত্রে সবসময় সবচেয়ে ভাল পণ্যটি বেছে নেওয়ার চেষ্টা করি। আর তা যদি হয় ত্বক উজ্জ্বল করার বিষয়, তাতে সচেতনতা হওয়ার প্রয়োজন বেশি পড়ে। বর্তমান সময়ে আয়ুর্বেদিক পণ্যের প্রতি সবার আগ্রহ দিন দিন বাড়ছে। বাজারের রং ফর্সাকারী পণ্য ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আয়ুর্বেদিক পণ্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ঘরে তৈরি করে নিতে পারেন আয়ুর্বেদিক ফেইস প্যাক।

১। গাঁদাফুলের ফেইসপ্যাক

কয়েকটি গাঁদা ফুলের সাথে দুধ এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে ১ থেকে ২ বার এটি ব্যবহার করুন। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই কার্যকরী একটি ফেইসপ্যাক।

২। চন্দন, হলুদ এবং গোলাপের পাপড়ির ফেইসপ্যাক

এক চা চামচ চন্দন গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের সাথে ৬-৭টি গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ঘন করার জন্য গোলাপ জল ব্যবহার করতে পারেন। প্যাকটি ভালভাবে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে গোলাপি আভা নিয়ে আসবে। তার সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

৩। বেসন এবং হলুদের প্যাক

৪ টেবিল চামচ বেসনের সাথে ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এর সাথে দুধ বা দুধের সর মিশিয়ে নিন। এই প্যাকটি ভাল করে মুখ এবং ঘাড়ে লাগান। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি বিয়ের আগে ভারতীয় বর কনকে ব্যবহার করতে দেখা যায়।

৪। লেবু এবং মধুর প্যাক

ব্যস্ত মহিলাদের জন্য সহজ একটি ফেইস প্যাক হল লেবু এবং মধুর ফেইসপ্যাক। ১ টেবিল চামচ বিশুদ্ধ মধু এবং ২-৩ ফোঁটা ফ্রেশ লেবুর রস মিশিয়ে নিন। চোখের চারপাশের অংশ বাদ দিয়ে সারা মুখে এই প্যাক লাগান। ১০-১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবু এবং মধুর অ্যান্টি অক্সিডেন্ট ময়োশ্চারাইজার ত্বক পরিস্কার করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৫। আয়ুর্বেদিক স্ক্রাব

১ টেবিল চামচ চালের গুঁড়ো, চন্দনের গুঁড়ো, দুধ, বেসন এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই আয়ুর্বেদিক স্ক্রাব দিয়ে সপ্তাহে একবার মুখ ম্যাসাজ করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণের প্রবণতা কমিয়ে থাকে।

আয়ুর্বেদিক ফেইসপ্যাকের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত প্যাকগুলো ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।