চোখের বলিরেখা দূর করতে ব্যবহার করুন আপনার রান্না ঘরের উপাদান দিয়ে

চোখের আশেপাশে বয়সের ছাপ সবার আগে পড়ে জানেন?! ত্রিশের পর থেকেই চোখের আশেপাশের ত্বকে ভাঁজ পড়তে শুরু করে। যারা বেশী রোদে যান, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু হয় আরও জলদি। উপায় একটাই, সেটা হচ্ছে সময় থাকতেই সচেতন। চোখের পাশের এই বলিরেখা অল্প হোক বা বেশী, আজকের এই টিপস দুটি আপনার কাজে আসবে খুব। খুব সহজে ম্যাজিকের মত মুছে দেবে আপনার চোখের পাশের সব ভাঁজ।

মধুর একটি জাদুকরী প্যাক
-১ টেবিল চামচ মধু হালকা গরম করে নিন। এই গরম মধুর সাথে একটা ডিমের কুসুম ভালো করে মেশান।
-সাথে যোগ করুন মিহি করে গুঁড়ো করা ওটস ১ টেবিল চামচ। মিশ্রণ বেশী ঘন হয়ে গেলে কাঁচা দুধ যোগ করুন।-এবার এই মিশ্রণ চোখের আশেপাশে মেখে রাখুন ঠিক ১০ মিনিট। একটুও বেশী রাখবেন না।
– ১০ মিনিট পর প্রথমে উষ্ণ পানি ও পড়ে সাধারণ পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন।
মাত্র এক মাস অবলম্বন করে দেখুন এই পদ্ধতিগুলো সপ্তাহে ৩ বার করে। আর দেখুন কেমন ম্যাজিকের মত তারুণ্যে ভরে উঠেছে আপনার চেহারা
রুটি ও মাখনের প্যাক
-পাউরুটি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিন।
-এবার মাখন চুলায় বা ওভেনে দিয়ে গলিয়ে নিন।
-এই মাখন দিয়ে রুটির গুঁড়োর একটা মোলায়েম পেস্ট তৈরি করুন।
-এই পেস্ট চোখের পাশে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। শুকিয়ে গেলে আলতো করে তুলে ফেলুন। পানি দিয়ে ধোবেন না। কমপক্ষে ৫/৬ ঘণ্টা পর মুখে পানি লাগান।
-মাখনের বদলে হালকা গরম নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

শসা

ময়েশ্চারাইজারের অভাবে চোখের চারপাশের ত্বকে বলিরেখা দেখা দেয়। শুরুতে এটি গুরুত্ব না দিলে পরবর্তিতে এটি স্থায়ী হয়ে যায়। যা দূর করা কঠিন হয়ে পড়ে। শসা পাতলা করে কেটে ফ্রিজে রেখে দিন। তারপর এটি চোখের নিচে ১৫ মিনিট রাখুন। এটি প্রতিদিন করুন।

অলিভ অয়েল

সহজলভ্য এই উপাদানটি প্রায় সবার বাসায় থাকে। এটি দিয়ে সহজে বলিরেখা দূর করা যায়। চোখের চারপাশে অলিভ অয়েল ম্যাসাজ করে লাগিয়ে নিন। কয়েক মিনিট পরে ধুয়ে ফেলুন।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ চামড়া টানটান করার জন্য সুপরিচিত। এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক টানটান করে থাকে। চোখের চারপাশে ডিমের সাদা অংশ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

নারকেল তেল

নারকেল তেলে যে ফ্যাট থাকে তা ত্বকের পুষ্টি সাধন করে বলিরেখা দূর করে দেয়। প্রতিদিন ১০ মিনিট চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজ করুন। এটি সারারাত রাখুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন।

আদা এবং মধু

এক চা চামচ আদার রস এবং আধা চা চামচ মধু মিশিয়ে নিন। এটি চোখের নিচে এবং চোখের চারপাশে ১০ মিনিট ম্যাসাজ করুন। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন। মধু ত্বক ময়েশ্চারাইজ করে এবং ত্বকের রক্ত চলাচল সচল রাখে।

টিপস:

১। অতিরিক্ত সূর্যের আলো থেকে দূরে থাকুন।

২। সানস্ক্রিন ব্যবহার করুন।

৩। বাইরে যাওয়ার সময় সানগ্লাস ব্যবহার করুন।

৪। চোখের নিচে পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি ত্বক শুষ্ক করে দেয়।

৫। প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

৬। চোখের চারপাশে সাবান ব্যবহার থেকে বিরত থাকুন।