নখের যত্ন

নখের যত্নে কিছু টিপস–

হাতের সৌন্দর্যের অন্যতম একটি অংশ হলো নখ। নখ যদি সুন্দর হয় তাহলে হাতের সৌন্দর্য বেড়ে যায় দশগুণ। নেল পলিশ বা নেল আর্ট যেটাই করুন না কেন নখ যদি সুন্দর না হয় তবে কোনো কিছুই ভালো লাগে না। নখ কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। হাতের নখ পায়ের নখের চেয়ে দ্রুত বাড়ে। কিন্তু কিছু কারণে হাতের নখ বাড়া কমে যায়। তাহলে আসুন জেনে নিন কী করে নেওয়া যায় নখের যত্ন।

নারকেল তেল

নখের বৃদ্ধিতে নারকেল তেল অনেক বেশি কার্যকরি। এটি নখ ময়শ্চারাইজ করার সাথে সাথে নখ মজবুত করে থাকে। এ ছাড়া নখে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল সমস্যা থাকলে তাও দূর হয়ে যায়।

হালকা গরম নারকেল তেল দিয়ে নখ ম্যাসাজ করুন। সারারাত এভাবে রাখুন। সকালে ধুয়ে ফেলুন। এ ছাড়া ১/৪ কাপ নারকেল তেল। ১/৪ কাপ মধু ও ৪ ফোঁটা রোজমেরি অয়েল দিয়ে মিশিয়ে নিন। এটি ২০ মিনিট গরম করে নিন। হাতের নখ ১৫ মিনিট এ তেলে ভিজিয়ে রাখুন। সপ্তাহে ২-৩ বার করুন।

1. দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে তা আজই বাদ দিন।

2. পেট্টোলিয়াম জেলি নিয়মিত নখে লাগান। এটি নখ ময়শ্চারাইজ করবে।

3. পুষ্টিকর খাবার রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।

সূত্র ;poriborton

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।