” টুকিটাকি”,বেডরুম নিয়ে টিপস, যা গৃহস্থে আনবে সুখ-শান্তি

ঘুম প্রতিটি মানুষের জন্যই প্রয়োজন। আর ঘুম যদি ঠিক ঠাক না হয় , তাহলে তার প্রভাব পড়ে মানুষের শরীরে । তাই সুস্থ পরিবেশে শান্তির ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। আর শান্তির ঘুমের জন্য প্রয়োজন সঠিক বেড রুম।

বেডরুম কেমন হবে?

ঘুম কেমন হবে তা অনেকটাই নির্ভর করে ঘরেরর পরিবেশের ওপর। বেশি হৈ হল্লার চেয়ে শান্ত পরিবেশ যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন ঘরে বাস্তুশাস্ত্র মেনে কয়েকটি বিষয় পালন করার। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হল শোয়ার ঘরের সিলিং-এ থাকতে পারবে না কোনও বিম। যার ফলে ব্যক্তির মধ্যে চিন্তার সঞ্চার হয়।

বিছানার তলায় জিনিস রাখা যাবে ?

যে বিছানায় ঘুমোতে যান, সেটির নিচে যেন কোনও রকমের জিনিসপত্র না রাখা থাকে। জিনিসপত্র খাটের তলায় রাখলে তা ঘুমের যেমন প্রভাব পড়ে, তেমন ব্যক্তির জীবনেও প্রভাব ফেলে।

কোন দিকে থাকবে বেডরুমের খাট?

এমনভাবে রাখতে হবে, যাতে শোওয়ার সময়ে মাথা উত্তর দিকে না থাকে। বলা হয়, দক্ষিণের দিকে মাথা করে শুয়ে থাকলে সেই বেডরুমে প্রেম আর সুখ শান্তি দুটিই বিরাজ করে।

পরামর্শঃ  বাথরুমের দরজা যেদিকে থাকে , তাঁর আশপাশে শোওয়ার খাট রাখা উচিত নয়। আর যদি তা হয়েও থাকে, তাহলে বাথরুমের দরজা যাতে সব সময়ে বন্ধ থাকে, সেদিকে নজর দিতে হবে।

সূত্র ; astrology

 

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।