তৈলাক্ত ত্বকের প্রসাধনী

যাদের ত্বক তৈলাক্ত তারা প্রায়ই প্রসাধনী কিনতে গিয়ে দ্বিধায় ভুগেন। কোন পণ্য ব্যবহার করলে ত্বক থাকবে সুন্দর বা, ব্রণ হবে না।
প্রসাধনী কেনার জন্য সহজ কয়েকটি টিপস দিয়েছেন ভারতের লুমিয়ার ডার্মাটলজির বিভাগের পরিচালক ডা. কিরাণ লোহিয়া।

১* সবসময় ময়েসচারাইজরের খোঁজ করুন। যেগুলো মুখে ব্ল্যাক হেডস তৈরি করবে না। ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়।

২* ক্রিমের পরিবর্তে লোশন বা জেল ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে।

৩* হাত মুখ ধোয়ার জন্য স্যালিসিলিক এসিড যুক্ত প্রসাধনী বা সাবানজাতীয় পণ্য ব্যবহার করুন। এটা ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ব্রণ বা ব্ল্যাক হেডস হওয়ার হাত থেকে রক্ষা করে।

৪* ২৮ বছর হওয়ার পর খেয়াল করবেন ত্বকে আগের চাইতে বেশি ময়েসচারাইজারের প্রয়োজন পড়ছে। এই বয়সে অনেকের বলিরেখাও পড়ে, যা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টাও চলে। তাই সবসময় ভিটামিন সি, রেটিনল, রেটিনাইল, পালমিটেট, ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন।

এগুলো বলিরেখা প্রতিরোধে ভালো কাজ করে।

৫* সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন।

সূত্রঃ bdnews24

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।