ছেলেদের ত্বকের যত্নে ৪ ফেসপ্যাক
ত্বকের যত্ন কি কেবল মেয়েদের প্রয়োজন? একদম নয়! ব্রণ ও ব্ল্যাকহেডসহীন ত্বকের জন্য ছেলেদেরও চাই নিয়মিত যত্ন। জেনে নিন ঘরোয়া কয়েকটি ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।
নারকেল তেল, অ্যালোভেরা ও ভিটামিন ই
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। ভালো করে ফেটিয়ে নিন সব উপকরণ। মিশ্রণটি ত্বকে লাগান ব্রাশের সাহায্যে। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম, কফি, মধু, লেবু ও নারকেল তেল
আধা কাপ কফি পাউডারের সঙ্গে ১ চা চামচ নারকেল তেল, ১টি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মেশান।মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করবে এই ফেসপ্যাক। পাশাপাশি দূর করতে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব।
দই, লেবু, মধু ও ডিম
১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ মধু, আধা চা চামচ টক দই ও আধা চা চামচ লেবুর রস মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। নিয়মিত ব্যবহারে দূর হবে ব্রণ।
কলা, দই ও মধু
বলিরেখা দূর করতে কার্যকর এই ফেসপ্যাক। অর্ধেকটা পাকা কলা চটকে ১/৪ কাপ টক দই ও ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ব্রাশের সাহায্যে লাগান ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
সুত্রঃ banglatribune
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।