ফ্যাশনে পাঞ্জাবি

পাঞ্জাবি ছাড়া যেন পূর্ণতা পায় না কিছু। সব ধরনের পোশাক কেনার পরও যদি পাঞ্জাবি কেনা না হয়, তাহলে মনে হয় যেন কিছুই কেনা হয়নি। যে কারণে  সব কেনাকাটার পর পাঞ্জাবি কেনার জন্য তরুণরা হুমড়ি খেয়ে পড়ছেন পাঞ্জাবির দোকানগুলোয়। আর এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে ফ্যাশনেবল পাঞ্জাবি। মার্কেটগুলোয় তাই জয়জয়কার এ পাঞ্জাবির। খোঁজ নিতে গিয়ে জানা গেছে, ফ্যাশনপ্রিয় তরুণদের ফ্যাশনের কথা চিন্তা করে গুণগতমানের কাপড় ও ডিজাইনের ক্ষেত্রে আনা হয়েছে বৈচিত্র্যময় পরিবর্তন। কাতান, সফট কাতান, সিল্ক, রাজশাহী সিল্ক, অ্যান্ডি সিল্ক, মসলিন সিল্ক, ইন্ডিয়ান কুশাল, রাজশাহী মটকা, কাবলি, অ্যামবুশ, প্রিন্ট, বোম্বে প্রিন্ট, রাজশাহী প্রিন্ট, মাইরোভা, কারচুপি, ইন্ডিয়ান কারচুপি, সুতি, ইন্ডিয়ান সুতি, কটি, মোদি কটি, শেরওয়ানি, প্রিন্স কোট, হোয়াইট কটন, জুট কটন, বাবু কটন, মানিক কটন, ইন্ডিয়ান সুলতান, ধুতি পাঞ্জাবি, কম্পিউটার কাজের পাঞ্জাবি, ইন্ডিয়ান কাবলি পাঞ্জাবি, ধুপিয়ান কটনের ওপর কারচুপির কাজ করা পাঞ্জাবি, দেশীয় কটনের অ্যামবুশ পাঞ্জাবি, স্টেপ কাপড়ের অ্যামব্রয়ডারি উইথ কারচুপির পাঞ্জাবি, জ্যাকেট কাপড়ের ওপর স্টোনের কাজের পাঞ্জাবি— ইত্যাদি আকর্ষণীয় ও লোভনীয় কালেকশন রয়েছে। ইন্ডিয়ান পাঞ্জাবির পাশাপাশি দেশীয় কাপড়ের আকর্ষণীয় পাঞ্জাবিও  অনুরাগীদের মন কেড়েছে।

 

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।