জেনে নিন গৃহস্থালির টুকিটাকি টিপস

সংসারে রোজ কত চাহিদা। ঘরের বাইরে যেতে হয় না। এক ঘর সামলাতেই হিমশিম অবস্থা। রান্নাঘর, বাথরুম, শোবার ঘর সবকিছু ঝকঝকে তকতকে থাকুক এমনটাই চাই আমরা সবাই। কিন্তু পারি কি? সব কিছু সুন্দর থাকতেই দরকার টুকিটাকি টিপস।

জেনে নিন তেমনই কয়েকটি টিপস-

>> চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।
>> পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে রান্নাঘর মুছলে মাশ-মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যায়।
>> খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।
>> কয়েক ফোঁটা ভিনিগার ছিটিয়ে ধুয়ে নিলে বাসনপত্রে আর আঁশটে গন্ধ থাকবে না।
>> ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ-হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগে।
>> বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পাত্রের গায়ে মেখে কয়েক ঘন্টা রেকে ধুয়ে নিলে পাত্রের পোড়া দাগ উঠে যাবে।
>> তরকারি কাটার সময় আঙ্গুলে দাগ পড়লে ভিনিগার অথবা লেবুর রসে লবণ মিশিয়ে আঙ্গুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলে দাগ উঠে যায়।
>> চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।
>> বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মুচমুচে থাকে।
>> রান্নাঘরে কাগজ পোড়া ধোঁয়া দিলে মাকড়সার উৎপাত কমে যাবে।

সুত্রঃ abnews24

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।