সুগন্ধি প্রসাধনী

পারফিউম

ঋতু বদলের সঙ্গে সঙ্গে পারফিউমটাও বদলানো উচিত। ব্যবহার করার আগে জানতে হবে কোন পারফিউমের সুগন্ধ আপনার বয়স ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সুগন্ধির স্থায়িত্বের ওপর লক্ষ্য রেখে পারফিউম নির্বাচন করুন। পারফিউম কেনার আগে পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধা আছে এমন রুমে বসুন। লোশন বা বডিওয়াশ লাগানোর আগেই পরিষ্কার ত্বকে স্প্রে করে সুগন্ধি পরীক্ষা করে নিতে পারেন।

ব্যবহার

* গরমে চুল ঘেমে এক ধরনের গন্ধ বের হয়; তাই চুলে পারফিউম স্প্রে করলে মিষ্টি সুগন্ধ আসবে।

* অনেকেই সামান্য স্প্রে করেই ভাবেন যে কাজ হবে। এটা ঠিক নয়। শরীরের বিভিন্ন জায়গায় পারফিউম স্প্রে করুন। যেন বডি মুভমেন্ট করলেও সুগন্ধি থাকে সারা অঙ্গে।

* এই গরমে হালকা সুগন্ধির পারফিউম ব্যবহার করুন।

কুলিং সোপ

এই গরমে শরীরে প্রশান্তি আনে কুলিং সোপ। সারা দিনের জন্য সতেজতা আনতে কুলিং সোপ খুব কাজে দেবে। কুলিং সোপের কুলিং পার্টটা আসে মেন্থল থেকে। কিন্তু মেন্থলের কোনো গন্ধ পাওয়া যায় না। ফলের বা ফুলের সুগন্ধে তৈরি হয় কুলিং সোপ।

সতর্কতা

কুলিং সোপের প্যাকেটের গায়ে নির্দেশিকায় স্কিনের ধরন অনুযায়ী সাবান নির্বাচনের পরামর্শ থাকে। বয়স ও স্কিনের ওপর লক্ষ রেখে কুলিং সোপ নির্বাচন করুন।

উপকারিতা

* কুলিং সোপের মেন্ট অয়েল ত্বকের ময়েশ্চারাইজিং ধরে রাখে।

* প্রতিদিনের গোসলে কুলিং সোপ ব্যবহারে পায়ের গোড়ালির খসখসে ভাব অনেকটাই দূর করে ।

* ত্বক কোমল করে।

* কুলিং সোপের সুগন্ধি ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত শরীরে থাকে।

ডিওডোরেন্ট

গরমে হালকা সুগন্ধির ডিওডোরেন্ট ব্যবহার করা উচিত। ডিওডোরেন্ট নির্বাচন করার আগে লক্ষ রাখতে হবে এর সুগন্ধির স্থায়িত্ব। সারা দিন সুগন্ধি থাকে এমন ডিওডোরেন্ট নির্বাচন করুন।

ত্বক বুঝে ডিওডোরেন্ট নির্বাচন করুন। যাঁদের শরীর বেশি ঘামে তাঁরা পিটস পাউডার ধরনের ডিওডেরেন্ট ব্যবহার করুন। সকালে ও গোসলের পর ডিওডোরেন্ট ব্যবহারে সারা দিনের সতেজতা আনে। বগলতলার ঘামের ব্যাকটেরিয়া ধ্বংস করায় ঘামের দুর্গন্ধ হয় না সারা দিন। বগলতলা কম ঘামলে তামেলি বা পিচ্ছিল ধরনের ডিওডেরেন্ট নির্বাচন করতে পারেন। বগলতলা যাঁদের বেশি ঘামে, তাঁরা পাউডার ধরনের ডিওডেরেন্ট নির্বাচন করুন।

পাউডার

ঘামাচি দূর করার পাশাপাশি শরীরে ঠাণ্ডা অনুভূতির জন্য পিকলি হিট পাউডার ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়। হালকা মিষ্টি সুগন্ধির পাউডার ব্যবহার করা ভালো। গোসলের পর ও রাতে ঘুমানোর আগে সরাসরি ত্বকে পাউডার ব্যবহার করুন। আরাম পাবেন।

বডি স্প্রে

ত্বকের ধরন বুঝে বডি স্প্রে নির্বাচন করুন। সাধারণত ত্বক তিন ধরনের হয়ে থাকে-শুষ্ক, স্বাভাবিক ও তৈলাক্ত। বডি স্প্রে আপনার শরীরে ঠাণ্ডা সতেজতা এনে দেবে। ত্বকে বডি স্প্রে ব্যবহার করুন। প্রাকৃতিক বডি স্প্রে বেছে নিন। প্রতিটি বডি স্প্রের গায়ের নির্দেশিকায় ত্বকের ধরন লেখা থাকে। আর সেই সঙ্গে এর উপাদান। যাঁদের ত্বক সেনসেটিভ, তাঁরা লেমন উপাদানসমৃদ্ধ বডি স্প্রে নির্বাচন করবেন না।

কিছু বডি স্প্রের ধরন

* ন্যাচারাল বডি স্প্রে : ফ্রুট ও লেভেন্ডার কমবো স্মেল ধরনের বডি স্প্রের সুগন্ধ দীর্ঘ সময় থাকে।

* ন্যাচারাল এসেনশিয়াল অয়েল বডি স্প্রে : এ ধরনের বডি স্প্রেগুলোতে তেল থাকায় ত্বক কোমল করে।

* সি সল্ট বডি স্প্রে : এই বডি স্প্রে শরীর সতেজ করে। সঙ্গে দীর্ঘ সময় সুগন্ধ ছড়ায়।

* ডাই ড্রাই অয়েল বডি স্প্রে : যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এই বডি স্প্রে। ত্বক কোমলতা আনে এবং ময়েশ্চার লেবেল ঠিক রাখে।

* ন্যাচারাল ডাই অলিভ অয়েল বডি স্প্রে : ত্বকের খসখসে ও রুক্ষ ভাব দূর করে। ত্বকে আনে কোমলতা।

* ভেনিলা ক্লভ বডি স্প্রে অয়েল : ত্বক নরম করে এই বডি স্প্রে।

সূত্র ; kalerkantho

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।