ত্বকের যত্নে হলুদ

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে। কাঁচা হলুদ ত্বককে করে তোলে সুন্দর নমনীয় ও মসৃণ। প্রতিদিন সকালে খালি পেটে একটি করে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয়, পাশাপাশি ত্বকে যে উজ্জ্বলতা আসবে তা দেখে নিজেই অবাক হবেন। এছাড়া প্রতিদিন রাতে ঘুমের আগে এক গ্লাস গরম দুধে ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়মিত খাবেন। এটি পেট ফাঁপা, বদহজম দূর করে, রক্ত পরিষ্কার করে। যাঁদের এলার্জির সমস্যা আছে তারা নিয়মিত এটি পানে পুরোপুরি আরোগ্য লাভ করা যায়।

রূপচর্চায় হলুদের কি কি গুণ রয়েছে তা জেনে নিন:

১) ব্রণ ও ব্রণের দাগ দূর করতে হলুদ কার্যকরী ভূমিকা পালন করে।
২) শুষ্ক ত্বকে হলুদ ব্যবহারে ত্বক আর্দ্র করে তোলে। আবার ত্বকে অতিরিক্ত তেল ওঠার প্রবণতাও কমিয়ে দেয় হলুদ।
৩) চোখের নিচের কালো দাগ ও বলিরেখা দূর করে।
৪) রোদে পোড়া দাগ সহজে দূর করে ।
৫) ত্বকে যে কোন ধরনের চর্মরোগ দূর করে।
৬) ত্বক ফর্সা ও লাবণ্যময়ী করে তোলে।
৭) প্রাচীনকালে পোড়া ও ক্ষতস্থানে হলুদ বাটা ব্যবহার করা হতো। এটি ক্ষতস্থান সারিয়ে তুলতে খুবই কার্যকরী।

এবার জেনে নিন হলুদের তৈরি কয়েকটি ফেসপ্যাক। যা ত্বকের যেকোন ধরনের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে-

১) ১ চামচ হলুদ বাটা ও ১ চামচ দুধের তৈরি ফেসপ্যাক তকে ইনস্ট্যান্ট ঔজ্বল্য আনে। ত্বকের বলিরেখা ও কালো দাগ দূর করে। তবে তৈলাক্ত ত্বকে এটি এড়িয়ে যেতে হবে।
২) ১ চামচ হলুদ বাটা ও ১ চামচ মধু ত্বকের শুষ্কভাব দূর করে। এর সঙ্গে ১ চামচ লেবুর রস যোগ করলে ত্বকের তৈলাক্ত ভাব ও  ব্রণের সমস্যা কমিয়ে আনে।
৩) ১ চামচ হলুদ বাটা, ১ চামচ চালের গুঁড়ো অথবা বেসন ও ১ চামচ পানি মিশ্রিত ফেসপ্যাকটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও স্ক্রাবার হিসেবে কাজ করে। পানির বদলে ১ চামচ গোলাপজল ব্যবহার করতে পারেন। এতে ভালো ফল পাবেন।
৪) যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে তারা ১ চামচ হলুদ, ১ চামচ নিমপাতা গুঁড়ো মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন। এটি নিয়মিত ব্যবহারের ব্রণ যেমন কমে যায় তেমনি ত্বকে ব্রণের দাগমুক্ত হয়।
৫) ১ কাঁচাহলুদ ও ১ চামচ এলোভেরা জেল এর মিশ্রণে তৈরী প্যাকটিও রোদে পোড়া দাগ ও ব্রণের সমস্যা কমিয়ে আনে।
৬) এছাড়াও যেকোন ধরনের ফেসপ্যাক এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কাঁচা হলুদ বাটা বা হলুদ গুঁড়ো।

সতর্কতা: হলুদের তৈরি ফেসপ্যাক ব্যবহারের ৩-৪ ঘণ্টার আগে রোদে বের হবেন না। এতে ত্বক রোদে আরো কালচে হয়ে যাবে। প্রয়োজনে ছাতা ব্যবহার করুন।

সূত্র ; daily-bangladesh

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।