ত্বকের যত্নে সিরাম

সিরাম কি?

ফেস সিরাম একটি শক্তিশালী স্কিন কেয়ার প্রোডাক্ট ,যা আপনার ত্বকের গভীরতম স্তরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকলস দ্বারা যা ত্বক বা চুলে সহজেই মিশে যেতে পারে। মলিকলস শক্তিশালী উপাদান দ্বারা তৈরি হয় যা কার্যকরীভাবে ত্বকের যত্নে কাজ করে। যার ফলে এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদির ক্ষেত্রে খুব ভাল কার্যকরী । ফেস সিরাম ত্বকের টেকচার টোন এবং আপনার চেহারার রঙের সামগ্রিক উন্নতি করে, সেখানে অন্য স্কিন কেয়ার পণ্যগুলি লক্ষে পৌঁছাতে পারে না।

ফেস সিরাম এর গুনাগুন কি ?

*ত্বকের উজ্জলতা বাড়ায়

*স্কিনটোন উন্নত হয়।

*ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়।

*সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

*ফোলাভাব কম করে।

*ত্বকে ছড়িয়ে থাকা দাগ হালকা করে।

*ডার্ক সার্কল দূর করে।

কীভাবে সিরাম ব্যবহার করবেন?

আপনি যদি মনে করেন আপনার বর্তমান স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বককে সজীব ও উজ্জল করতে পারছেনা তখনিই আপনি সিরাম ব্যবহার করতে পারেন।

কোনও উপাদানকে ত্বকের গভীরে সহজেই পৌঁছে দিতে ব্যবহার করা হয় সিরাম। সরাসরি ত্বকে কাজ করে বলে সিরাম ব্যবহারের ফল হয় দারুন। বিশেষত, ছোপ ছোপ দাগ, বলিরেখা, কুঁচকানোভাব বা শুষ্কতা ইত্যাদির মোকাবিলা করে সিরাম। তাই, ত্বক পরিষ্কার করার পর এবং ময়েশ্চারাইজ়ার লাগানোর আগে সিরাম ব্যবহার করা উচিত। সিরাম লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। তাহলে, ত্বক তাড়াতাড়ি শুষে নেবে সিরাম। কিছুক্ষণ অপেক্ষা করে তবেই অন্য প্রোডাক্ট ব্যবহার করুন। সাধারণত, দিনে দু’বার সিরাম (Serum) ব্যবহার করা উচিত ।

ত্বকের যত্নে বিভিন্ন সিরাম এর অবদান :

Advance Whitening Serum:

*Advanced whitening Serum এর মূল উপাদান হল, Alpha Arbutin, Azelaic Acid, Vitamin C and Tetrapeptide।

*যা আপনার ত্বকের গভীরে পৌঁছে আপনার ত্বকের উজ্জলতা,তারুণ্য পুনরুদ্ধার করতে সাহায্য করে।

*এর কার্যকরী উপাদান আপনার ত্বকের ব্রন এবং ব্রন এর আবির্ভাব কন্ট্রোল করে।আপনাকে দেয় মসৃণ ও লাবণ্যময় ত্বক।

Vitamin C SERUM :

Vitamin C SERUM এর মূল উপাদান হল Vitamin C, Hyaluronic acid, Aloe leaf।

Vitamin C সেরাম anti-oxidant সমৃদ্ধ যা ত্বক কে environmental damage থেকে রক্ষা করে।

*ত্বক কে মসৃণ ও কোমল করে ।

*সান স্পট ও আন ইভেন স্কিন টোন রিমুভ করে।

*ত্বক ফর্সা ও ব্রাইট করে।

HYALURONIC ACID SERUM :

HYALURONIC ACID SERUM এর মূল উপাদান হল Vitamin C, Hyaluronic acid।

Hyaluronic acid সেরাম ত্বকের আদ্রতা ধরে রাখে ১২ ঘণ্টা পর্যন্ত
ত্বকের মসৃণতা প্রদান করে।
*Hyaluronic Acid Serum রেগুলার ব্যবহারে Wrinkle দূর হবে

*পোরস মিনিমাইজ হবে, স্কিন হবে টাইট এবং ফাইন লাইনস মুক্ত।

RETINOL SERUM :

RETINOL SERUM এর মূল উপাদান হল : Vitamin E, Olea Europaea Fruit,Punica Granatum Fruit,Hydrolyzed , Adansonia Digitat।

*এটি স্কিনের এক্সেস ওয়েল কন্ট্রোল করবে এবং পিম্পল কারেক্টরের কাজ করবে।

*Collagen এর productivity বাড়াবে ফলে ত্বক হবে টানটান ।

*রেটিনল সিরাম রেগুলার ব্যবহারে আপনি পাবেন রেডিয়্যান্ট স্কিন

সুত্রঃ bioxincosmeceuticals

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।