”ফ্যাশন” ট্যাটু যে ভাবে করতে হয়

শরীরে ট্যাটু অঙ্কন করান এখন বিশ্বজোড়া ফ্যাশন ও ব্যাতিক্রমি স্টাইল।হাল আমলে সকলে ট্যাটু করার জন্য হামলে পরলেও ট্যাটুর ইতিহাস হাজার বছরের।ছোট্ট নকশা বা পশু পাখির ছবি কিংবা প্রিয়জনের নাম ঘাড়ে,বাজুতে বা কব্জির ওপরে হাতের বাইরের অংশে ট্যাটু দেখতে ভালই লাগে।কিন্তু শুধু ভালো লাগাতে মজলে চলবে না,জানতে হবে শরীরের কোথায় ট্যাটু করান নিরাপদ।শরীরের সব অংশে ট্যাটু করান নিরাপদ নয়,সঙ্গে আরও কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

১) ট্যাটু করতে হলে ব্যথা সহ্য করতে হবে এমন মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।

২) ট্যাটু আর্টিস্ট নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।যে আর্টিস্টের কাছে ট্যাটু করাবেন তার সম্পর্কে  খোঁজখবর নিতে হবে।

৩)প্রথমেই বড় কোন নকশা করাবেন না। ছোট ছোট ফ্যাশনেবল নকশা দিয়ে শুরু করুন।

৪) মুখে কখনোই ট্যাটু করাবেন না।

৫) ট্যাটু করার প্রয়োজনীয় সরঞ্জামের গুনমান যাচাই করে নেবেন।পুরনো ছুঁচ ব্যবহার করবেন না।বেঁচে যাওয়া সরঞ্জাম হয় ফেলে দিন নাহলে নিয়ে নিন।আর্টিস্ট চাইলেও আপনি কখনই খোলা প্যাকেটের সরঞ্জাম ব্যবহার করার অনুমতি দেবেন না।

৬) অতিরিক্ত ব্যথাবোধ হলে একবারে না করিয়ে কয়েকটি সিটিং-এ শেষ করুন ট্যাটু।

৭) আর্টিস্টের উপদেশ মতো ট্যাটুর যত্ন কিভাবে নেবেন জেনে নিন-তাহলে দীর্ঘদিন ট্যাটু ভালো থাকবে।

8) ট্যাটু করানোর পর অ্যালার্জি বা অন্যান্য যেকোনও সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন।

সূত্র ; ekabinsha

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।