চুলের যত্নে কালিজিরার তেল

চুলের যত্নে কালিজিরার তেল
চুলে বাঙালি নারীরা অনেক রকম তেল ব্যবহার করেন। কালিজিরার তেল মূলত ওষধি তেল, কিন্তু চুলের যত্নের জন্যও এই তেল অনেক উপকারে আসে।

আপনার কাছাকাছি আড়ং এর আউটলেটে নেকটার কালিজিরার তেল পাবেন। এখানে কালিজিরার তেলের চুলের উপকারিতার উপর ভিত্তি করে রিভিউ দেয়া হল। তবে এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

মূল্য এবং পরিমানঃ ৬০ মি,লি তেলের মূল্য ১৪৭.০৬ টাকা।

পণ্যের বিবরণীঃ সর্দি, ঠাণ্ডা, কাশি, হাঁপানি, হৃদরোগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শরীরের বাত, ব্যথা, পেটের নানাবিদ সমস্যা, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, শরীর দুর্বলতা দূরীকরণ এবং চুল পড়া রোধসহ নানা বিধ জটিল রোগের উপকার করে থাকে।

ব্যবহারবিধিঃ

মাথায় ব্যবহারের জন্য যতটুকু পরিমাণ নারিকেল তৈল লাগে তার ৪ ভাগের ১ ভাগ পরিমাণ কালিজিরার তৈল মিশ্রিত করে মাথার চুলে লাগাতে পারেন।

আমাদের এক্সপার্টের টিপসঃ

• চুলের যত্নে কালিজিরার তেল অনেক উপকারী। চুলে শুধু নারিকেল তেলই লাগাতে হবে এমন কোন কথা নেই, নানা রকম তেলের মিশ্রণে পাওয়া যায় আরো সতেজ এবং সুস্থ চুল।

• সপ্তাহে এক বা দুই দিন কালিজিরার তেল ব্যবহার বিধি অনুযায়ী লাগানো যেতে পারে।

• শুষ্ক চুলের জন্য ডিমের সাদা অংশের সাথে সামান্য কালিজিরার তেল মিশিয়ে লাগালে চুলের শুষ্কতা কমে আসে।

• নিয়ম করে সপ্তাহে ২ বার এই তেল দিয়ে চুলের যত্ন করলে চুলের সজীবতা ফিরে আসে।

• নতুন চুল গজানোর জন্য ১:১ অনুপাতে অলিভ অয়েল এবং কালিজিরার তেল মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে লাগিয়ে নিন। এর পর একটি নরম তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে এবং পানি নিংড়ে পুরো চুল মুড়িয়ে মাথায় লাগিয়ে রাখুন ৪০ থেকে ১ ঘন্টা সময়ের জন্য। নিয়ম করে সমতাহে ২ বার এভাবে চুলের যত্ন নিলে নতুন চুল গজায়।

• চুলের দৈর্ঘ্য বাড়াতেও এই তেল উপকারে আসে।

• এই তেল চুলের উকুন কমাতেও সাহায্য করে।

• তবে এই তেলের গন্ধ অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে।

রেটিংঃ

৪/৫

এক্সপার্টের রিকমান্ডেশানঃ

অনেকেরই চুল পড়া, দুর্বল চুল, শুষ্ক চুল ইত্যাদি নানা রকম সমস্যা থাকে। এক্ষেত্রে সপ্তাহে কয়েকবার কালিজিরার তেলের ব্যবহার চুলের সমস্যাকে দূর করতে পারে।

সুত্রঃ maya

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।