পায়ের নখের ইনফেকশন দূর করার সহজ উপায়

এখন এই রোদ, এই বৃষ্টি। এমন আবহাওয়ায় বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। বৃষ্টি ও কাদার মধ্যে হাঁটতে গিয়ে এই ধরনের সমস্যা আরো বেশি হয়। অনেকের পায়ে ফাংগাল ইনফেকশন হয়ে চুলকানি, র‍্যাশ হয়, এমন কি পায়ের নখেও ইনফেকশনের ফলে পেকে যেতে পারে। প্রাথমিক ভাবে ঘরে বসে কিছু যত্ন করলে এই সমস্যা খুব বাড়ে না।

হেনা বা মেহেদি শুধু চুলের জন্যই ভাল নয়। মেহেদির পেস্ট যদি পায়ের ইনফেকশনে লাগান, তাহলে তা তাড়াতাড়ি শুকায়।

কাঁচা হলুদ বাটাও পায়ের ইনফেকটেড জায়গায় লাগালে সহজে ও শীঘ্রই রেহাই পাওয়া যায়। কারণ কাঁচা হলুদ এন্টিসেপটিক হিসেবে কাজ করে।

পায়ের পাতায় খুব বেশি চুলকানি হলে লেবুর রস ও ভিনিগার মিশিয়ে তা লাগান।

কাঁচা পেঁয়াজের রস ভাল করে পায়ে মালিশ করুন। এতে ক্ষত তাড়াতাড়ি পায়ের ইনফেকশন শুকাবে।

পুদিনা পাতা ও তুলসী পাতা বেটে তা পায়ের পাতায় লাগালেও উপকার পাবেন। পায়ের জ্বালাপোড়া কমাতে ও ইনফেকশন কমাতে এটি ভাল কাজ করবে।

বর্ষায় হাত পায়ের বিশেষ যত্ন নেয়া উচিত। নোংরা পানি বা কাদা পায়ে লাগলে অবশ্যই বাড়িতে গিয়ে ভাল করে পা ধুয়ে নিন।

সূত্র ; mainamatinews24

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।