মেকাপের জরুরি ৭ টিপস
যাদের সবসময়ই সকালটা এমনভাবে কাটে তাদের জন্য রইল ঝটপট মেকআপ করার কিছু পরামর্শ। ঝটপট মেকআপের এসব পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
অনেকসময়েই মেকাপের সময়টুকু জোটে না আমাদের তাড়াহুড়োয়। আসুন জেনে নেই মেকাপের জন্য কিছু জরুরি টিপসঃ
১. সামান্য ফাউন্ডেশন বা বিবি ক্রিম স্পঞ্জে লাগিয়ে মুখে ভালোভাবে মাখুন। তবে ফাউন্ডেশন খুব বেশি নেবেন না। এতে ব্ল্যান্ড করতে সময় বেশি লাগবে।
২. চোখের নিচের কালো ভাব কেউ দেখাতে চায় না। তাই ফাউন্ডেশন ব্যবহারের আগে চোখের নিচে কনসিলার লাগিয়ে নিন।
৩. এরপর সামান্য পাউডার মুখে বুলিয়ে নিন।
৪. মুখকে আকর্ষণীয় করতে দ্রুত ব্লাশন বুলিয়ে নিন। ব্লাশন ব্যবহারের ক্ষেত্রে গোলাপি বা বাদামি রং ব্যবহার করতে পারেন।
৫. দ্রুত মেকআপ করার ক্ষেত্রে খুব উপকারী হলো কাজল। কাজল খুব সহজেই চোখে ব্যবহার যায়। চাইলে কেবল চোখের নিচের অংশ নয়, ওপরের অংশও কাজল দিয়ে এঁকে নিতে পারেন। আর পাপড়িতে লাগান মাশকারা।
৬. চোখের ওপরে লাগাতে পারেন আইশ্যাডো।
৭. এবার লিপস্টিক বা লিপ গ্লস লাগিয়ে নিন। এ ক্ষেত্রে হালকা রং ব্যবহার করতে পারেন।
সুত্রঃ somoynews
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।