ঘরে বসেই তৈরি করুন অ্যালোভেরা স্ক্র্যাব

শরীরে জমে থাকা ময়লা আবর্জনা ধুয়ে ফেলার জন্য বাসায়ই তৈরি করা যেতে পারে স্ক্রাব।

জেনে নিন খুব সহজে, সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে তৈরি করবেন:

উপকরণ

• অ্যালোভেরা জেল এক কাপ
• ব্রাউন সুগার আধা কাপ
• অলিভ অয়েল আধা চা চামচ বা একটি লেবুর রস
• ল্যাভেন্ডার অয়েল আধা চা চামচ
• পেপারমিন্ট অয়েল আধা চা চামচ ।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে সব উপকরণ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আপনার গোসলের বডি স্ক্র্যাব।
ত্বকের মরাকোষ দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার, কোমল ও উজ্জ্বল করতে নিয়মিত ব্যবহার করুন নিজের তৈরি স্ক্র্যাব। পরিমাণমতো স্ক্র্যাব নিয়ে ধীরে ধীরে পাঁচ মিনিট ম্যাসেজ করুন। ম্যাসাজ করার সময় বেশি চাপ দিয়ে ঘষবেন না। স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন।

সুত্রঃ somoynews

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।