চুলের যত্নে কেশরাজ

কেশরাজ একটি অতি পরিচিত ছোট উদ্ভিদ।  এটি বিভিন্ন নামে পরিচিতি যেমন- কেসুরিয়া, কেশরঞ্জন, কালকেশী, কালসূতা, ভৃঙ্গরাজ ইত্যাদি। কেশরাজ পুস্পমঞ্জরী ক্যাপিচুলাম জাতীয়, বৃন্তযুক্ত।

কেশরাজের ব্যবহারবিধি 

কেশরাজ উদ্ভিদের বহুবিধ ব্যবহার থাকলেও চুল পরিচর্যার এর ব্যবহার সর্বজনস্বীকৃত ও বহুল ব্যবহৃত। নিয়মিত এর রস মাথায় মাখলে চুল অত্যন্ত দীর্ঘ ও কালো হয় এবং সাথে সাথে চুল ঝরে পড়া বন্ধ হয়। এটি পরীক্ষিত সত্য বলেই এর নামকরন হয়েছে কেশরাজ; কালকেশী, কেশরঞ্জক ইত্যাদি।

তেলের সাথে মিশিয়ে মাথায় মাখলে চুল দীর্ঘ, ঘন ও কালো হবার সাথে সাথে মাথা ঠাণ্ডা থাকে এবং মাথা ব্যথা ভাল হয়। খাঁটি নারিকেল তেল অথবা তিল তেলের সাথে মিশিয়ে নিয়ে কেশরাজ তেল প্রস্তুত করে নেওয়া যায়

অথবা প্রত্যহ তাজা নির্যাস মাথায় ব্যবহার করা যায়। অনেকের মতে এর দৃশ্যমান প্রয়োগের সাথে সাথে অল্পমাত্রায় ভেতরে প্রয়োগ করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।

সূত্র ; pepeelika.com

 

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।