রূপচর্চায় জাফরান

আপনি চাইলে বাসায় বসেই রূপচর্চার জন্য বানিয়ে ফেলতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক জাফরান বিউটি রেসিপি। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন আর মুখের ত্বকে লাগাবেন এই রেসিপি-

ফর্সা ত্বকের জন্য-

১। আধা কাপ দুধে দুই/তিন চিমটি জাফরান ছেড়ে দিন। দুই ঘণ্টা ভিজিয়ে রাখুন। তাহলেই তৈরি হইয়ে যাবে একটি ক্রিম।

২। গোসলের সময় এবং প্রতিবার মুখ ধোয়ার পর ঘাড়ে, গলায় এবং মুখত্বকে ক্রিমটি লাগান।

৩। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৪। প্রতিদিন এই প্রক্রিয়া অবলম্বনে দুই সপ্তাহের মধ্যে ফল পেতে শুরু করবেন।

ত্বক চর্চায় জাফরান-

১। দুই থেকে তিন চিমটি জাফরান নিন, ১ চা চামচ চন্দন এবং ২ চামচ দুধ একসাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

২। এর পর ভালোভাবে মুখ ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুখ চেপে ধরে শুকিয়ে নিন।

২। ভেজা ভাব থাকা অবস্থাতেই মুখে জাফরান প্যাকটি ভালো ভাবে লাগান। আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।

৩। এভাবেই দুই থেকে তিনটি লেয়ার করে লাগান।

৪। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন, শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাঁপটা দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে এক দিন ব্যবহার করুন। ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা বাড়বে।

সূত্র ; itworld

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।