”প্রসাধনী” মেকআপ সেটিং স্প্রের কাজ

আমাদের দেশের মত গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় সাধারণত যত সুন্দর করে সময় নিয়েই মেকআপ করি না কেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিছু সময় পর মেকআপ গলতে শুরু করে, স্মাজ করে, পরিপাটি ভাবটা আর থাকে না। সেক্ষেত্রে মেকআপ সেটিং স্প্রে হচ্ছে লাইফ সেইভার।

সেটিং স্প্রে ব্যবহারে মেকআপ টা দীর্ঘস্থায়ী হয়। গলে যাওয়ার ভয় থাকে না। চেহারা থেকে কেকি অথবা পাউডারি ভাব টা দূর হয়। এবং অনেকক্ষণ আপনাকে ফ্রেশ এবং প্রাণবন্ত দেখায় তাই  বারবার টাচ আপের দুশ্চিন্তায় পড়তে হয় না।

মেকআপ সেটিং স্প্রে হলো আপনার বিউটি মেকওভারের ফিনিশিং টাচ। পুরো মেকআপটা শেষ হবার পর ফেইস থেকে ৮-১০ ইঞ্চি দূরত্ব থেকে পুরো মুখে গলা সহ কমপক্ষে ৩-৪ বার স্প্রে করলেই আপনি দীর্ঘসময়ের জন্য থাকবেন নিশ্চিন্ত আর পাবেন ফ্ললেস লুক।

মার্কেটে অনেক ব্র‍্যান্ডের মেকআপ সেটিং স্প্রে পাওয়া যায়। তবে অয়েলি স্কিনের জন্য সাধারণত ম্যাট (matt) ফিনিশ আর ড্রাই স্কিনের জন্য ডিউই (dewy) ফিনিশের সেটিং স্প্রে ব্যবহার করা হয়।

তাছাড়া বাসায় হাতের কাছে সহজলভ্য উপাদান দিয়ে ও বানিয়ে ফেলতে পারেন আপনার ত্বকের উপযোগী মেকআপ সেটিং স্প্রে।

ফর্মুলা ১ঃ
শুষ্ক ত্বকের জন্য-

  • ১ টেবিলচামচ অ্যালোভেরা জেল (ফ্রেশ পাতা থেকে বের করা)।
  • আধা কাপ গোলাপজল (একটি পুরো গোলাপের পাপড়ি ২ কাপ পানিতে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে Rose Water)
  • কয়েক ফোঁটা Argan Oil (for extra dry skin)
  • ১টি ভিটামিন ই ক্যাপসুল

অথবা

  • ১০ মি.লি গ্লিসারিন
  • ৪০ মি.লি. পানি
  • ১টি ভিটামিন ই ক্যাপসুল

সব উপকরণ একটা পরিষ্কার খালি স্প্রে বোতলে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেইড Dewy Finish মেকআপ সেটিং স্প্রে, যা ড্রাই স্কিনের জন্য উপযোগী।

ফর্মুলা ২ 
তৈলাক্ত ত্বকের জন্য- 

  • গ্রীন টি (১টি টিব্যাগ)
  • ২ কাপ পানি
  • ১টি ভিটামিন ই ক্যাপসুল

২ কাপ পানি ফুটে উঠলে চুলা নিভিয়ে তাতে ১ টি গ্রীন টি এর টিব্যাগ দিয়ে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। তারপর টিব্যাগ টি তুলে ফেলতে হবে। সব উপকরণ একটা পরিষ্কার খালি স্প্রে বোতলে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেইড Matte Finish মেকআপ সেটিং স্প্রে, যা অয়েলি স্কিনের জন্য উপযোগী।

সূত্র ; shajgoj

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।