”ব্যক্তিগত” পুরুষদের লাইফস্টাইল
শুধু পোশাক আর মুখ ই নয় যত্ন চাই কাপড়ের ভিতরে থাকা অঙ্গেরও,ভেতর থেকে ফিটফাট থাকার কিছুই টিপস ;
১। প্রতিদিন Deodorant ব্যাবহার করুন ( রোল অন, ক্রিম কিংবা স্প্রে )
২। হালকা স্মেলের পারফিউম কিনবা বডি স্প্রে লাগান
৩। আপনার Pubes ( Pubic hair ) অবশ্যই শেভ করে পরিষ্কার রাখবেন ।
৪।Nose Hair (নাকের চুল) নিয়মিত কেটে রাখুন
৫। নখ ছোট রাখুন
৬। মাথার চুল খুব বড় না রাখাই ভাল, চুলে যে স্টাইলই করুন সেটা যেন পরিপাটি এবং ঠিক থাকে
৭। নিয়মিত শেভ বা Trim করে দাড়ি ঠিক রাখুন ।
৮।জুতা এবং মোজা থেকে যেন দুর্গন্ধ না হয় সে দিকে খেয়াল রাখুন ।
৯।সুতির এবং পরিষ্কার মোজা ব্যাবহার করলে দুর্গন্ধ কম হবে
১০। আন্ডারগার্মেন্টস যেন সিনথেটিক না হয়, এবং পরিষ্কার থাকে খেয়াল রাখুন ।
১১। আন্ডারওয়াড় পরার পুরবে একটু পাউডার ব্যাবহার করতে পারেন, সেক্ষেত্রে আরাম পাবেন ঊরুতে ঘামের অস্বস্তি থেকে
১২। চুলে যেন খুশকি না থাকে খেয়াল রাখুন,খুব বাজে লাগবে যদি খুশকি দৃষ্টিগোচর হয়
১৩। শেভিং এর ক্ষেত্রে ভাল টুলস ( ফোম,জেল, রেজার, আফটার শেভ ) ব্যাবহার করুন
১৪।মুখে দুর্গন্ধ থাকলে ব্যাবস্থা নিন, মাউথ অয়াশ ব্যাবহার করতে পারেন
১৫। ফেস সবসময় ক্লিন রাখুন যাতে সব সময় ফ্রেশ দেখায়
১৬। পোশাক পারসোনালিটি ঋতু এবং Comfort এর কথা ভেবে বাছাই করুন
এভাবে একটু খেয়াল করে চললে, খুব সুদর্শন না হয়ে থাক্লেও হয়ে উঠবেন সুদর্শন এবং আকর্ষণী আর ফ্রেশ ভেতর থেকে ।
সূত্র ; লাইফস্টাইল
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।