”রূপচর্চা” চোখের মেকআপ করার আগে কিছু টিপস

চোখের মেকআপ আপনি কেমন করছেন, তার উপর নির্ভর করবে আপনার বাকি মুখের মেকআপ। কারণ যেহেতু কারও মুখের দিকে তাকানোর সময় সবার আগে আমরা চোখের দিকেই দেখি, তাই চোখের মেকআপ আর বাকি মুখের মেকআপ, দুইই চড়া হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তাই পরেরবার চোখের মেকআপ করার সময় মাথায় রাখুন নিচের টিপসগুলো!

খুব বেশি মেকআপ করবেন না
যদি চোখের মেকআপ চড়া করেন, তা হলে মুখের বাকি অংশে হালকা মেকআপ করুন। ত্বকের রং ঘেঁষা ব্লাশ লাগান, এড়িয়ে চলুন হাইলাইটার।

চড়া লিপস্টিক নয়
গাঢ় চোখের মেকআপ করলে লিপস্টিকের রং হালকা হওয়াই ভালো। ন্যুড শেডের লিপস্টিক পরুন। হালকা গোলাপি, ব্রাউনের মতো শেডও নিশ্চিন্তে পরতে পারেন।

হালকা শ্যাডোর সঙ্গে মাস্কারা পরুন
সিলভার বা অন্য কোনও হালকা প্যাস্টেলরঙা আইশ্যাডো পরছেন? চোখের পাতায় অবশ্যই মাস্কারা লাগান। এতে চোখ বড়ো আর উজ্জ্বল দেখাবে।

ভুরু সুঠাম রাখুন
ভুরু আপনার চোখের ফ্রেমের মতো। সুন্দর, সুঠাম ভুরু চোখের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তোলে। বাড়তি রোম তুলে ভুরুর আকৃতি নিখুঁত রাখুন। ব্রাশ দিয়ে আঁচড়ে রাখুন, কোনও ফাঁক থাকলে আইব্রো পেনসিল দিয়ে ভরাট করে দিন। আপনার চোখ থেকে কেউ চোখ সরাতেই পারবে না!

সূত্র ; femina

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।