”হাত ও পায়ের যত্ন” ঘরে বসে ম্যানিকিউর/পেডিকিওর করার নিয়ম

হাত ও পায়ের সৌন্দর্যের পাশাপাশি নখের যত্ন নেয়া অপরিহার্য। সুন্দর নখ আপনার হাত ও পা’কে আরও সুন্দর করে তোলে। পরিচ্ছন্ন নখ আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে। নারীদের প্রায়ই সব কাজেই পানির ব্যবহার করতে হয়, যা নখের জন্য ক্ষতিকর। নখ সুন্দর রাখতে পানির ব্যবহার কম করা উচিৎ।

ঘরে বসে ম্যানিকিউর/পেডিকিওর করার নিয়ম —

  • প্রথমে হালকা কুসুম গরম পানিতে সামান্য লবণ, সামান্য শ্যাম্পু, ও লেবুর রস মিশান।
  • আপনার হাত ও পা ভিজিয়ে রাখুন।
  • ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
  • এরপর নরম ব্রাশ দিয়ে নখ গুলো ঘষে নিন।
  • ঠাণ্ডা পানি দিয়ে হাত ও পা ধুয়ে নিন।
  • এরপর নেইল কাটার দিয়ে আপনার পছন্দ মত সাইজ করে নখ কেটে নিন।
  • ভালো মানের একটি ময়শ্চারাইজিং লোশন ব্যবহার করুন।

সূত্র ; shusthodeho

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।