”হেলথ টিপস” গেঁটেবাত কমায় সবুজ ফুলকপি

গেঁটেবাত কমায় সবুজ ফুলকপি

খাবারের সময় সালাদ হিসেবে সবুজ ফুলকপি খেলে গেঁটেবাত কমে যায়। সবুজ রঙের ফুলকপি দেহের ক্ষতিকারক টিস্যু ধ্বংস করে। গ্রন্থিবাতে আক্রান্ত ২০ জন রোগীকে নিয়মিত সবুজ ফুলকপি খাওয়ানোর পর তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। অবশ্য এমনিতেই উচ্চমানের পুষ্টিসমৃদ্ধ সবজি হিসেবে পরিচিত সবুজ ফুলকপি, যা সালাদ এবং সবজি হিসেবে ব্যবহৃত হয়।-খাবারের সময় সালাদ হিসেবে সবুজ ফুলকপি খেলে গেঁটেবাত কমে যায়।

 সবুজ ফুলকপি গ্রন্থিবাত দূর করতে এতটা কার্যকরী হবে। খাবারের সাথে নিয়মিত দুই সপ্তাহ সবুজ ফুলকপি খেলে গ্রন্থিবাত কমে যাবে।

গবেষণা জানানো হয়, প্রতিদিন যদি ১০০ গ্রাম সবুজ ফুলকপি দুই সপ্তাহ ধরে নিয়মিত খাওয়া হয় তাহলে গ্রন্থিবাত দূর হওয়ার পাশাপাশি শরীর থাকবে সতেজ ।

সূত্র : বিবিসি।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।