”মেকাপ” পার্লারের মত গ্লামারস্ মেকাপের চমৎকার কিছু ঘরোয়া টিপস্

পার্লারের মত গ্লামারস্ মেকাপের চমৎকার কিছু ঘরোয়া টিপস্—–

নিজেকে সুন্দর জন্য র্পালারে না গিয়ে যে কোন উৎসব কিংবা অনুষ্ঠানে নিজে ঘরেও সাজাতে পারেন এ টিপস্ গুলো ফলো করে। পরিমিত সাজে মেকআপ ব্যবহারে আপনি হয়ে উঠবেন অনন্যা। অন্যদের থেকে নিজেকে একটু আলাদা দেখানো আমাদের সবারই ইচ্ছা। অথচ কিছু নিয়মে মেকাপ করলে নিজেকে করে নিতে পারেন পার্লারের মত দারুণ গ্লামারাস মেকাপ।

এখন মেকাপের দারুণ কিছু ঘরোয়া টিপস্ জেনে নেয়া যাক—-

(১)ত্বক পরিষ্কার করা :

প্রথমেই ভালমানের ক্লিনজার বা ফেইসওয়াস দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। পরিষ্কার ত্বকে মেকাপ ভালভাবে বসবে।

(২) ময়েশ্চারাজিং :

পুরোমুখে ও চোখের চারপাশে হালকা কোন ভাল ময়েশ্চারাজিং ক্রিম বা লোশন দিয়ে ম্যাসেজ করুন।ত্বকের সাথে মিশে যাওয়ার জন্য ১৫/২০মিনিট অপেক্ষা করুন।

(৩)ফাউন্ডেশন :

ভাল বেস দিয়ে শুরু করুন পারপেক্ট মেকাপ। বেসের ১ম শর্ত হলো নিজের ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করা। ফাউন্ডেশন নিতে হবে নিজের গায়ের রং থেকে হালকা। তৈলাক্ত মুখে পাউডার ফাউন্ডেশন লাগান।

(৪) কনসিলার :

মুখের যেকোন দাগ কনসিলার ঢেকে দেয়। স্কীন টোনের সাথে মিলিয়ে এটি ব্যবহার করতে হবে। সবুজ বা হলুদ রংয়ের কনসিলার ব্যবহার করতে হবে যদি চোখের নিচে কালো দাগ থাকে।

(৫) ফেইস পাউডার:

সর্ম্পূণ মুখে বড় মেকাপ ব্রাশ দিয়ে ফেইস পাউডার লাগান। পাউডার পাফ দিয়ে হালকা করে চেপে চেপে বেইজ বসিয়ে নিন।
সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।