”রূপচর্চা” ছেলেদের যত্ন
ত্বকের ধরন বুঝে লোশন বা ক্রিম ব্যবহার করুন।
মেয়েদের মত ছেলেদের ত্বকের জন্যও ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন প্রয়োজন।
* বাইরে থেকে ফিরে অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ ছাড়া দিনে অন্তত দুবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
* মুখের ত্বক তৈলাক্ত হলে অয়েল ফ্রি ক্রিম বা লোশন ব্যবহার করুন।
* ঠোঁটের শুষ্কতা দূর করতে লিপজেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
* বড় কোনো পার্টি, অফিস কিংবা ক্লায়েন্টের সঙ্গে মিটিং করার আগে হাতের নখ অবশ্যই খেয়াল করে কাটবেন।
* বগলের লোম নিয়মিত পরিষ্কার করুন। লোম বড় থাকলে গন্ধ হতে পারে।
* চোখের নিচের বাড়তি বা দলছাড়া ভ্রু ছেঁটে ফেলুন।
* ওরাল সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো মিটিং, পার্টি কিংবা অ্যাপয়েনমেন্টের আগে মাউথওয়াশ বা মাউথফ্রেশনার ব্যবহার করুন।
* দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করতে ভুলবেন না। কারণ জিহ্বা পরিষ্কার না থাকলে দুগন্ধ হতে পারে।
* পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে হরীতকী বাটা, আলুর রস, শসার রস, গি্লসারিন মিলিয়ে দাগের ওপর লাগান এক দিন পর পর।
* মুখে র্যাশ বের হলে অড়হর ডাল বাটা পেস্ট করে র্যাশের ওপর লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন।
* হাত-পায়ের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কমলার খোসা ঘষে নিন। এরপর গি্লসারিন ব্যবহার করুন।
* ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বেসনের পেস্ট, মধু ও দুধ মুখের ত্বকে লাগান। এতে ত্বকের বলিরেখা দূর হবে।
* শ্যাম্পু করার আগে চুলে তেল ম্যাসাজ করুন। তেলের সঙ্গে আমলা বাটা, বাদাম বাটা, সিরকা মিশিয়ে নিতে পারেন।
* মেহেদি ও ডিম মিলিয়ে সপ্তাহে অন্তত এক দিন লাগান। চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
* চুল কালার না করাই উত্তম। কালার করার ফলে চুল রুক্ষ হয়ে যেতে পারে।
* বাইরে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করুন।
সূত্র ; Facebook
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।