ত্বকের যত্ন : অ্যালোভেরার উপকারিতা
বলিরেখা দূর করতে অ্যালো ভেরা
অ্যালো ভেরার নির্যাস ব্যবহারের মাধ্যমে ত্বকের তারুণ্য ধরে রাখা যায়।
শরীর ভালো রাখার পাশাপাশি ত্বক ও চুল উজ্জ্বল করতেও সাহায্য করে।
ত্বক ভালো রাখতে অ্যালো ভেরার নির্যাস মালিশ করার চেয়ে উপকারী আর কিছু নেই। আরও ভালো উপকার পেতে এর সঙ্গে অন্যান্য উপাদানও মিশাতে পারেন।
ত্বকের তারুণ্য ফুটিয়ে তুলতে যতটা সম্ভব খাঁটি অ্যালো ভেরার জেল ব্যবহার করতে হবে। তাজা অ্যালো ভেরা কেটে তার নির্যাস বের করে ভালো মতো ফেটে নিন। রাতে ঘুমাতে যাওয়ার ব্যবহার করুন। কয়েক দিনের মধ্যেই পার্থক্য চোখে পড়বে।
অ্যালো ভেরা ও শসা:
গরমে ত্বকের আর্দ্রতা রক্ষাকারী মাস্ক হিসেবে এটা বেশ কার্যকর। এই প্যাক কেবল ত্বক আর্দ্র রাখে না পাশাপাশি ত্বক পুনরুজ্জীবিত করে। আর সংক্রমণ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটিয়ে তুলে।
অ্যালো ভেরা ও কাঠবাদামের তেল:
এই মাস্ক চোখের নিচের কালো দাগ এমনকি মুখের বলিরেখা দূর করবে। কাঠবাদাম ত্বকের গঠন সুন্দর করার পাশাপাশি লালচেভাব, পিগমেন্টেশন দূর করে। অ্যালো ভেরা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে মসৃণ রাখে।
এছাড়াও
অ্যালো ভেরার সঙ্গে টমেটোর রস, হলুদের নির্যাস, নারিকেল তেল ইত্যাদি মিশিয়েও ব্যবহার করা যায়। এসব উপাদান একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের তারুণ্য ফুটে উঠবে কয়েক দিনেই।
সূত্র ; Facebook
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।