চটজলদি খুসকী কমান

সাজসজ্জা
খুসকী চুলের মারাত্মক একটা সমস্যা৷ বেশীরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন৷ বাজারে অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু লাগানোতে সাময়িক কমলেও পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না৷ চলুন ঘরোয়া পদ্ধতিতে কি করে অল্প সময়ে খুসকী দূর করা যায় তা জেনে নিই৷

* এক মগ জলের মধ্যে তাজা নীম পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন৷ পাঁচ মিনিট ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দিন৷ এবার ছাকনি দিয়ে জলটা ছেঁকে নিন৷ এই জলটা দিয়ে সপ্তাহে অন্তত চার-পাঁচ বার মাথা ধুন৷ মাথা ধোওয়ার দশ মিনিট পরে আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে ফেলুন৷

* 100 গ্রাম মেথিদানা রাতে জলের মধ্যে ভিজিয়ে রাখুন৷ পরের দিন সকালে ঐ মেথি দানাকে পিষে নিন৷ এবার এই মেথির পেস্টটা চুলের গোড়ায় লাগান৷ 20 মিনিট রাখার পরে আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন৷

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।