মুখ ফোলা সমস্যা? জেনে নিন মেকআপ ছাড়াই মুখটাকে স্লিম দেখানোর ১০টি ট্রিক

 মেকআপ ছাড়াই মুখটাকে স্লিম দেখানো
এমন অনেকেই আছেন যাদের গাল ফোলা। ওজন হয়তো খুব বেশী নয় কিংবা হয়তো বেশ স্লিমই আপনি, কিন্তু মুখটা ফোলা বলে মোটা দেখা যায়। তাছাড়া মুখ ফোলা দেখালে ছবিও সুন্দর আসে না। অন্যদিকে মুখটা চিকন দেখা আপনার ওজনটাও কিন্তু বেশ কম মনে হয়!

জেনে নিন মুখটাকে স্লিম ও সুন্দর দেখানোর ১০টি কৌশল :

১) যাদের মুখ ফোলা তারা কখনোই গোল কানের দুল পরবেন না। বরং লম্বা কানের দুল পরুন। হালকা গড়নের লম্বা দুলে মুখটার সৌন্দর্যই পাল্টে যাবে।

২) চুল রঙ করুন বুঝে। চুলের গোঁড়ার দিকে কালো রঙ ও নিচের দিকে উজ্জ্বল হাইলাইট মুখকে স্লিম ও লম্বাটে দেখাতে দারুণ সাহায্য করে।

৩) মুখ যদি গোল হয়, তাহলে মাথার ওপরে কিছু চুল ফুলিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। মুখটা একেবারে স্লিম দেখাবে।

৪) মুখের চারপাশে চুলের রঙ গাঢ় রাখুন। সবচাতে ভালো হয় কালো রাখতে পারলে। মুখ স্লিম দেখাবে।

৫) চুল কাটুন বুঝে। সম্পূর্ণ চুলে লং লেয়ার দিয়ে সামনে রাখুন সফট ব্যাঙস। দারুণ দেখাবে আপনাকে।

৬) যদি চুল বাঁধতেই হয়, তবে মাঝারি উচ্চতায় পনিটেইল বাঁধুন। কখনো বেশী উঁচু বা বেশী নিচু বাঁধবেন না।

৭) মুখ ফোলা হলে কখনো গোলাকার বা বেশী পাতলা ভ্রু রাখবেন না। ধনুকের মত বাঁকা করে রাখুন বা আঁকুন ভ্রু এর শেপ।

৮) ফোলা মুখ হলে কখনো চিক বা গলার সাথে লেগে থাকে এমন কোন গহনা পরবেন না। লম্বা ধরণের মালা পরুন।

৯) ফোলা গালে গোলাপি ব্লাসার ব্যবহার করবেন না ভুলেও। এতে আরও মোটা দেখাবে। মেকআপ না করতে জানলে বা চাইলে ন্যাচারাল লুকেই থাকুন।

১০) ফোলা মুখের ক্ষেত্রে আই লাইনার লাগান একটু সাবেকী ধাঁচে, প্রান্তগুলো লম্বা রেখে। মুখ ভীষণ স্লিম দেখাবে।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।