৩টি সহজ ফেসমাস্ক শুষ্ক ত্বকের যত্নে:

সাজ সজ্জা
বলাই বাহুল্য যে একেক জনের ত্বকের ধরন থাকে একেক রকম। তাই অতি অবশ্যই নিজের ত্বকের ধরণ বুঝে সেই অনুযায়ী প্রসাধনী ব্যবহার ও রূপচর্চা করা উচিত। ঋতুতে এখন শীতের আমেজ এবং এই সময়টাতেই যাদের শুষ্ক ত্বক তারা খুব সমস্যায় ভুগে থাকেন। কারণ শীতের আবহাওয়ায় ত্বক আরও বেশি শুষ্ক হয়ে ওঠে, হারায় সৌন্দর্য। তাই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থেকে নিজেকে বাঁচাতে আপনাদের জন্য রয়েছে কিছু সহজ টিপস।

আপেল ও কুমড়া মাস্ক:

অর্ধেক আপেল, ছোট এক টুকরা কুমড়া, এক চামচ মধু ও এক চামচ ওটামিল। সব গুলো উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট করে নিন। তারপর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।

ডিম ও মধুর মাস্ক:

একটি ডিম, এক চামচ মধু, হাফ চামচ অলিভ ওয়েল, ও কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর ত্বকে লাগিয়ে নিন আলতো হাতে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

কলা, মধু ও অলিভ ওয়েল মাস্ক:

একটি মাঝারি আকৃতির কলা, এক চামচ মধু ও এক চামচ অলিভ ওয়েল নিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এই মাস্কগুলো শুষ্ক ত্বকের জন্য অনেক বেশি উপকারী। তাই প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ দিন নিয়ম করে ব্যবহার করুন, উপকৃত হবেন।

সূত্র: প্রিয় লাইফ
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।