শীতে ত্বক সতেজ রাখার উপায়

সাজ সজ্জা
শীতের স্নিগ্ধ হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে বয়ে নিয়ে আসছে রুক্ষতা। যদিও শীত প্রতিটি মানুষের কাছে একটি প্রিয় ঋতু, তবে এই ঋতু ত্বককে করে দেয় রুক্ষ। তাই এই সময় ত্বকের প্রতি একটু বেশিই নজর দিতে হয়, ত্বকের একটু বাড়তি পরিচর্চা করতে হয়। এ সময় ত্বককে সতেজ রাখার রয়েছে কিছু উপায়:

১. ত্বকের আদ্রতা বজায় রাখতে মুখে বার বার পানির ঝাপটা দিতে হবে।
২. মুখ ধোয়া ও গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগাতে হবে।
৩. সম্ভবহলে গোসলের আগে শরীরে অলিভ অয়েল লাগাতে হবে।
৪. বাইরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে সান্সক্রিম লাগিয়ে বের হতে হবে।
৫. ঘুমানের আগে ও গোসলের পরে অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগাতে হবে।
৬. তৈলাক্ত ত্বকে পাকা টমেটোর রস লাগালে খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে এবং আপেল, আনারস, পাকা পেঁপের পেস্ট এর সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের জেল্লা ফুটে উঠবে।
৭. শুষ্ক ত্বকে অলিভ অয়েল, ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগালে ত্বকের আদ্রতা বজায় থাকে। তাছাড়া সমপরিমানে মধু, অলিভ অয়েল ও গোলাপজল মিশিয়ে সপ্তাহে একদিন লাগালে ভালো উপকার পাওয়া যাবে।
৮. তুলসী পাতার পেস্ট ত্বকে লাগিয়ে কয়েক মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক উজ্বল হয়।
৯. গোলাপের পাপড়ি পানিতে একদিন ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে মুখ ধুলে ত্বকের রুক্ষ ভাব কমে যায় এবং মুখে গোলাপি আভা চলে আসে। ১০. জ্বিভ দিয়ে ঠোট না ভিজিয়ে, কয়েক ফো্ঁটা অলিভ অয়েল মধুর সাথে মিশিয়ে ঠোটে লাগালে ঠোট স্বাভাবিক থাকে।
১১. কুসুম গরম পানিতে পরিষ্কার কপড় ভিজিয়ে তা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে তাতে গ্লিসারিন বা ভেজলিন লাগাতে হবে।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।