১০টি সেরা চোখের কাজল যেগুলো বাংলাদেশে পাওয়া যায়

বাংলাদেশ এর মেয়েদের  রূপচর্চার এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনের জন্য অনেক আগেই চোখের মাঝে কাজল এর ব্যবহার করে আসছে ।চলুন তবে দেখে নেই, ১০টি সেরা চোখের কাজল যেগুলো বাংলাদেশে পাওয়া যায় ।

চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে কাজলের  জুড়ি নেই । আপনার চোখ এর মাঝে কাজল এর ব্যবহার করা মানে আপনার চোখ আকর্ষণীয় হয়ে উঠে আরো দ্বিগুণ ।

আগে যখন কাজল তৈরি হতো তখন বিভিন্ন প্রাকৃতিক উপাদান সরাসরি  প্রয়োগের মাধ্যমে কাজল নিজের হাতে আমাদের বয়স্ক নানি –দাদীদের কে বানাতে দেখেছি ।

“অঞ্জনা পাথর”  “কায়নি গাছের রস” এক  ধরণের গাছের তুলা একসাথে মিশিয়ে পেস্ট এর  মতো করে বানাতো তারপর সেটাকে আগুনে পুড়ে নিয়ে অনেকে কাজল বানাতো ।

আবার মাটির পাত্রের মাঝে ঘি পুড়িয়ে , ছাই মিশিয়ে তার মাঝে ক্যাস্টর অয়েল , এলমন্ড ইত্যাদি একসাথে করে পুড়ে সেই ছাই এর  মাঝে আবার ঘি মিশিয়ে পুড়েও অনেক কেই কাজল বানাতে আমি দেখেছি ।

সে যাই হোক এখন কি আর আগের যুগ আছে , এখন কাজল পাওয়া যায় অনেক উন্নত প্রযুক্তি  দ্বারা তৈরি ,

প্রাকৃতিক , রাসায়নিক কিংবা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত বিভিন্ন সুন্দর সুন্দর মোড়কের মাঝে প্যাকেটের মাঝে ।

এই কাজল এর ব্যবহার নিয়ে অনেকেই থাকে দুশ্চিন্তায় । নিজের চোখ কেমন ?  কিভাবে কাজল দিলে মানাবে ভালো ?

কোন ব্র্যান্ডের কাজল সবচাইতে ভালো ?

 

এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় , আমরা আজ তাই বাংলাদেশের মাঝে বিদ্যমান সেরা ১০ টি ব্র্যান্ডের কাজল নিয়ে আমাদের আজকের পর্ব সাজিয়েছি ।

চলুন তবে দেখে নেই, বাংলাদেশের মাঝে পাওয়া যায় এমন ১০ টি সেরা কাজল  সম্পর্কে ।

 

বাংলাদেশের মাঝে বিদ্যমান ১০ টি সেরা কাজলের ব্র্যান্ডঃ

 

  • ম্যাক মোল্ডার পেন্সিল কাজল      MAC Smolder Kohl Pencil

 

ববি ব্রাউন স্মোকি আই পেন্সিল কাজল Bobbi Brown’s Smokey Eye Pencil

 

ইংলট আই পেন্সিল কাজল Inglot Kohl Pencil

 

কালার বার’স জাস্ট স্মোকি আই পেন্সিল কাজল      Color Bar’s Just Smokey Eye   Pencil

 

লরিয়াল প্যলেস ম্যাজিক্যাল কাজল  Loreal Paris Magique Kajal

 

রেভলন কালার স্টে পেন্সিল কাজল Revlon Colorstay Pencil

 

মেবিলিন কোলসেল কাজল  Maybelline Colossal Kajal

 

ল্যাকমি আইকনিক কাজল Lakme Eyeconic Kajal

 

লোটাস একোস্টেনি কাজল Lotus Ecostay Kajal

 

ফেসেস লং ওয়্যার আই পেন্সিল কাজল Faces Long Wear Eye Pencil

 

চলুন এবার ১০ টি সেরা কাজল সম্পর্কে বিস্তারিত দেখে নেই –

 

১।  ম্যাক মোল্ডার পেন্সিল কাজলঃ MAC Smolder Kohl Pencil

চোখে কাজল দেয়ার নিয়ম

ম্যাক মোল্ডার পেন্সিল কাজল  এর দাম বাংলাদেশে সম্ভবত ২২০০-২৪৫০ টাকার মত বর্তমানে থাকতে পারে ।

দাম একটু বেশি হলেও অনেকের জন্য এই কাজলটির কোন জুড়ি নেই । অনেক সুন্দর ভাবে ত্বকের সাথে মিশে যায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গরমের মাঝে চোখের সৌন্দর্য অনেকক্ষণ ধরে রাখতে এর তুলনা হয়না ।

আপনাকে সহজেই ৭-৮ ঘন্টা  একটানা সৌন্দর্য প্রদান করতে পারবে এবং লেপটে যাবেনা ।  কোন প্রকার এলার্জি , র‍্যাশ এর চিন্তা নেই এবং যারা কন্টাক্ট ল্যান্স ব্যবহার করেন তাদের জন্যও এটি কোন অসুবিধার কারন হবে না ।

পেন্সিলের মত থাকায় আপনি ব্যবহার করতে পারবেন সহজেই আপনার চোখের মাঝে ।

 

২। ববি ব্রাউন স্মোকি আই পেন্সিল কাজলঃ Bobbi Brown’s Smokey Eye Pencil

Bobbi Brown’s Smokey Eye Pencil

ববি ব্রাউন স্মোকি আই পেন্সিল কাজল Bobbi Brown’s Smokey Eye Pencil   এর দাম পরবে বাংলাদেশে প্রায় ৩৯৫০-৪৮৫০ টাকার মধ্যে ।

রিচ কালার এর কাজল পেন্সিলের মাঝে এটিও একটি সেরা পেন্সিল কাজল । ত্বকের সাথে মিশে গিয়ে আকর্ষণীয় লুক দিতে এটিও একটি পারফেক্ট কাজল ।

এর মাঝে পেন্সিল কাজলের সাথে আরো পাবেন একটি ব্রাশ , যার সাহায্যে মুহূর্তের মাঝেই  আপনি পাবেন আকর্ষণীয় এক  চোখের সৌন্দর্য ।

এটিও প্রায় ৭ ঘন্টার মত আপনাকে  সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করবে এবং লেপটে যাবেনা ।

 

৩।  ইংলট আই পেন্সিল  কাজল :  Inglot Kohl Pencil

ইংলট আই পেন্সিল কাজল

 

ইংলট আই পেন্সিল  কাজল  Inglot Kohl Pencil  ৮ টি ভিন্ন ধরণের শেড এর মাঝে আপনি পাবেন ।

অন্যান্য কাজলের চাইতে এই কাজলের সবচাইতে আকর্ষণীয়  ব্যাপার হল এটি ত্বকের সাথে এমন ভাবে মিশে যাবে যে মনে হবেনা আপনি নিজে থেকে আপনার চোখ এর মাঝে কিছু ব্যবহার করেছেন অর্থাৎ একদম ন্যাচারাল লুক এর জন্য পারফেক্ট একটি  কাজল ।

এটা সম্পূর্ণ পানি রোধক , লেপটে যায়না ।

 

 

৪।  কালার বার’স জাস্ট স্মোকি আই পেন্সিল  কাজলঃ Color Bar’s Just Smokey Eye   Pencil

কালার বার’স জাস্ট স্মোকি আই পেন্সিল কাজল

কালারবার  জাস্ট  স্মোকি কাজলের দাম বাংলাদেশে পরবে ৭৯০-৯৯০ টাকা পর্যন্ত । মাঝামাঝি দামের মাঝে সবচাইতে ভালো কাজল এটিকে না বলা গেলেও অন্যান্য  ব্র্যান্ডের থেকে অনেকাংশেই ভালো ।

অনেকক্ষণ সময় ধরে ব্যবহারের জন্য সবচাইতে ভালো পেন্সিল কাজল বললেও হয়তো ভুল হবেনা । এটা একটা মাল্টি টাস্কিং আই পেন্সিল কাজল ।

কেন বললাম মাল্টি টাস্কিং তার কারন হল , আপনি এটাকে কাজল , আইলাইনার , এবং আইশ্যাডো  হিসেবে ব্যবহার করতে পারবেন ।

আপনি আপনার চোখের মাঝে স্মোকি ইফেক্ট এর শেড আনতে চাইলে এর থেকে ভালো কাজল আর অন্যটি হবে না ।

২০১৫ সালে এই কাজল এর ব্র্যান্ড “এলে বিউটি এওয়ার্ড” পুরস্কার প্রাপ্ত হয়েছিলো  । এটিও সম্পূর্ণ পানি রোধক ।

এবং  ছড়িয়ে পরেনা ।

 

 

৫।  লরিয়াল প্যলেস ম্যাজিক্যাল  কাজলঃ Loreal Paris Magique Kajal

Loreal Paris Magique Kajal

স্বল্প দামের মাঝে সবচাইতে ভালো ব্র্যান্ড বলতে আমরা কিন্তু লরিয়াল প্যালেস এর কাজল কেই হয়তো খুঁজে থাকি ।

মাত্র ৩৫০ টাকা মুল্য মনে হয় বাংলাদেশের সকল মার্কেটে  এবং সব জায়গায় সচরাচর পাওয়া যায় ।

এর মাঝে  আছে ভিটামিন –ই , ভিটামিন –সি, কোকোয়া বাটার । সৌন্দর্যের পাশাপাশি এটি আপনার ত্বকের যত্ন ও নেয় সমানভাবে ।

 

৬।  রেভলন কালার স্টে পেন্সিল  কাজলঃ Revlon Colorstay Pencil

রেভলন কালার স্টে পেন্সিল কাজল

এর দাম পরবে ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে  এবং এটিকেও আপনি আইলাইনার হিসেবে অনেক ভালো ভাবেই ব্যবহার করতে পারবেন ।

মাত্র একটি সিঙ্গেল স্ট্রোকের মাধ্যমেই আপনি পাবেন নিখুঁত , গাড় কালো রঙের আই শেড ।

সম্পূর্ণ পানি রোধক ,  স্মুজ ফ্রি , গাড় কালো রং সব মিলিয়ে অসাধারণ একটি কাজল মাঝামাঝি দামের মাঝে ।

 

৭।  মেবিলিন কোলসেল কাজলঃ  Maybelline Colossal Kajal

Maybelline Colossal Kajal

এর দাম ও পরবে বাংলাদেশে  ৩৫০ টাকার মধ্যে । এর প্যাকেটজাত প্রক্রিয়া অনেক ভালো এবং আকর্ষণীয় ।

৬ ঘন্টা পর্যন্ত সৌন্দর্য ধরে রাখে । এবং এই দামের মাঝে আপনার সকল চাহিদা পূরণে আশা করি সক্ষম হবে এই কাজল ।

 

৮।  ল্যাকমি আইকনিক কাজলঃ   Lakme Eyeconic Kajal

ল্যাকমি আইকনিক কাজল রিভিউ

ল্যাকমি আইকনিক কাজল

ল্যাকমি আইকনিক কাজলের কিছু ফিচারঃ

 

  • লেপটে যায়না ।
  • বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট দ্বারা সম্পূর্ণ পরীক্ষিত ।
  • পানি নিরোধক ।
  • সৌন্দর্য ধরে রাখে প্রায় ১০ ঘন্টার মত ।
  • টুইস্ট প্যাকিং ফর্মুলা দ্বারা উৎপাদিত ।

এর দাম পরবে বাংলাদেশে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে । কাজলটি সম্পূর্ণ টুইস্ট প্যাকেট সিস্টেম এর মাধ্যমে প্যাকেটজাত করা হয়েছে , নীল রং এর স্ট্রিপ এর ভেতর এটি থাকে যা দেখতে এবং আকারে সম্পূর্ণ একটি কলমের মত ফলে আপনার পার্টস কিংবা সাইডব্যাগ এর মাঝে করে বহন করতে পারবেন যেকোন জায়গায় ।

এর মাঝে কালার রয়েছে সাদা,নিল,কালো,সবুজ এবং বাদামি ।

 

৯।  লোটাস একোস্টেনি কাজলঃ  Lotus Ecostay Kajal

লোটাস একোস্টেনি কাজল

এর দাম ও ল্যাকমি আইকনিক কাজলের সমমান । তবে এটি সম্পূর্ণ হারবাল একটি প্রোডাক্ট । স্মুজ প্রুফ তাই লেপটে যাবার চিন্তা নাই ।

আর ১০ ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে তাহলে আর বলুন চিন্তা কেন থাকবে ।  দাম ও হাতের মুঠোয় এবং গুনাগুণ থেকে শুরু করে এর কালার সবকিছুই অনেক চমৎকার আর আমার অনেক পছন্দের একটি কাজল এটি ।

 

১০।  ফেসেস লং ওয়্যার আই পেন্সিল কাজলঃ Faces Long Wear Eye Pencil

পেন্সিল কাজল

আমাদের সর্বশেষ কাজল হল ফেসেস লং ওয়্যার আই পেন্সিল কাজল । যার দাম পরবে ৪৫০ টাকা পর্যন্ত ।

এটি একটি সফট  অর্থাৎ নমনীয়  ধরণের কাজল ।  ৮ ঘন্টা সময় ধরে এটি আপনাকে সুন্দর  আকর্ষণীয় একটি চোখ উপহার দিবে ।

এটি সম্পূর্ণ প্রিজারভেটিভ ফ্রি ।

 

এই ১০ টি কাজল আমার কাছে বাংলাদেশে পাওয়া যায় এমন ব্র্যান্ডের ভেতর সেরা বলে মনে হয় । তারপরেও আপনাদের কোন মতামত থাকলে জানাতে পারেন আমাদের কে ।

আশা করি আমাদের আলোচনা আপনার সৌন্দর্য  বর্ধনে সবসময় সহায়ক ভুমিকা পালন করবে ।

তথ্য সূত্রঃProduct review BD