”ত্বকের যত্ন” মুখের যেকোনো দাগ দূর করার সহজ ঘরোয়া উপায়

বর্তমান সময়ে ত্বকে হওয়া নানা দাগ ও ব্রণর সমস্যায় কমবেশি সবাই জর্জরিত। পলিউশান, ত্বকের সবচেয়ে বড় দুশমান। ত্বক বিশেষ করে মুখে নানা রকম দাগ দেখতে খুবই খারপ লাগে। যেকোনো দাগের থেকে মুক্তি পেতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। তাছাড়া ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি একটি সহজ প্যাক। এক কথায় বলতে গেলে ত্বকের জন্য একদম পারফেক্ট প্যাক।

উপকরণ

বেসন, টকদই, শসার রস।

কিভাবে ব্যবহার করবেন

বেসন নিন ৩ চা চামচ, সাথে মেশান ২ চা চামচ টকদই, ও ২ চা চামচ শসার রস। ভালো করে মিশিয়ে নিন একসাথে। রেডি আপনার প্যাক। মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর ভালো করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার করে নিয়মিত ব্যবহার করুন নিজের বুঝতে পারবেন ফলাফল।

উপকরণ

টমেটো।

কিভাবে ব্যবহার করবেন

একটা মাঝারী সাইজের টমেটো নিন। টমেটোটা মাঝখান থেকে সমান ভাগে ভাগ করুন। এবার মুখের দুই সাইডে ব্রণর দাগে ভালো করে ম্যাসাজ করুন। ৫ মিনিট ঘড়ির কাটার দিক অনুযায়ী, ৫ মিনিট ঘড়ির কাটার বিপরীত দিক করে ম্যাসাজ করুন। তারপর আর ৫ মিনিট রেখে দিন শুকনোর জন্য। ব্রণর দাগ দূর করার পাশাপাশি রোদের থেকে হওয়া পোড়া দাগ বা মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন। সপ্তাহে রোজ ব্যবহার করলে ব্রণর দাগ থাকবে না।

সূত্র ; dusbus

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।